X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে গাছ চোররা উজাড় করছে সংরক্ষিত বনাঞ্চল

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১২

মৌলভীবাজার কামারছড়া বনবিটে গাছ চুরি সিলেট বন বিভাগের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের কামারছড়া বনবিটে সংরক্ষিত বনে গাছ চুরি থামছে না। ফলে উজাড় হচ্ছে সংরিক্ষত বনাঞ্চল। অভিযোগ রয়েছে দায়িত্বে থাকা বন কর্মীদের সহায়তায় এসব গাছ কাটছে সংঘবদ্ধ চোরচক্র। কর্তৃপক্ষ অস্বীকার করলেও সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে কেটে নেওয়া অর্ধশতাধিক গাছের মাথা। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) কামারছড়া বনবিটের সংরক্ষিত বন ও সামাজিক বনায়ন এলাকা ঘুরে দেখা গেছে, গভীর জঙ্গলে টিলায় টিলায় চলছে গাছ কাটা উৎসব। বড় গাছ কেটে ভর্তি করা হচ্ছে ট্রাক। কালিছালি এলাকা থেকে আকাশ মনি, বেলজিয়ামসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, বনের দায়িত্বে যারা আছেন তারাই গাছ পাচার করছে। গাছ পাচারের বিষয়ে বন বিট অফিসারকে জানিয়ে কোনও কাজ হয় না। উল্টো হয়রানির শিকার হতে হয়। এ ভয়ে এখন কেউ প্রতিবাদ বা কথা বলতে রাজি না।

কেটে নেওয়া হয়েছে গাছ বিষয়টি অস্বীকার করে কামারছড়া বনের বিট কর্মকর্তা মীর বজলুর রহমান বলেন, ‘বনে বর্তমানে কোনও গাছ কাটা হচ্ছে না। আগে দু একটা গাছ কেটেছে চোররা। এব্যাপারে থানায় মামলাও রয়েছে। সামাজিক বনায়নের গাছ কাটার বিষয়ে আমি কিছু শুনিনি।’

কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম শামীম বলেন, ‘কামারছড়া বনবিটের অস্তিত্ব প্রায় নেই। তারপরও যদি গাছ চুরি বন্ধ না হয়, তাহলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।’

সিলেট বন বিভাগের রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা আবু তাহের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাছ চুরি বন্ধে আমরা তৎপর। তারপরও বিচ্ছিন্নভাবে সংরক্ষিত বন থেকে সম্প্রতি দু একটা গাছ চোরচক্র কেটে নিয়েছে। সামাজিক বনায়নের বেশ কয়েকটি গাছ কাটা হয়েছে, সে বিষয়ে মামলাও হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট বন থেকে গাছ পাচারে বনবিট কর্মকর্তারা জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে যে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
ড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!