X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মৃত্যুর আগে দেশে ফেরার আকুতি জানান সৌদি প্রবাসী সাজনা

ছনি চৌধুরী, হবিগঞ্জ
২৮ আগস্ট ২০২১, ১৬:২০আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৬:২০

অভাব-অনটন থেকে পরিবারের ভাগ্য ফেরাতে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি সৌদি আরবে পাড়ি জমান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মিজানুর রহমানের স্ত্রী সাজনা বেগম। বাড়তি আয়ের আশায় ভিনদেশে গিয়ে মাত্র সাড়ে পাঁচ মাসের মাথায় বরণ করতে হয় মৃত্যুকে। গত ২ আগস্ট সৌদি আরবে ‘রহস্যজনক’ মৃত্যু হয় এ নারীর। শুক্রবার (২৭ আগস্ট) রিক্রুটিং এজেন্সি মেসার্স কনকর্ড এপেক্সের স্বত্বাধিকারী আবুল হোসেন সাজনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, ২৫ দিন সাজনার পরিবারের কাছে সংবাদটি গোপন রাখে এজেন্সিটি।

সাজনার স্বামী মিজানুর রহমান জানান, দরিদ্র পরিবারের অভাব ঘোচাতে নিকটাত্মীয় গোলাপ মিয়ার প্রলোভনে সৌদি গমন করেন। রাজধানীর কনকর্ড এপেক্স নামের একটি দেশীয় রিক্রুটিং এজেন্সি তার সৌদি যাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সাজনা সৌদি পাড়ি জমান। সেখানে তাকে গ্রহণ করে সৌদির রিক্রুটিং এজেন্সি সাহেল আল বাতেন। সৌদিতে পৌঁছে প্রথম তিন মাস সেখানে ভালোই চলছিল। এরপরই শুরু হয় ‘নির্যাতন’।

স্বামীর অভিযোগ, ‘অসহনীয় নির্যাতন কথা পরিবারকে জানায় সে। দেশে ফিরিয়ে আনার জন্য বারবার মোবাইল ফোনে আকুতি জানায়। এক পর্যায়ে তাকে মেরে ফেলারও আশঙ্কাও ব্যক্ত করে।’

স্বজনরা জানিয়েছেন, সাজনার স্বামী মিজানুর রহমান ও স্বজনরা তাকে দেশে ফিরিয়ে আনতে দালাল গোলাপ ও এজেন্সি কনকর্ড এপেক্সের কাছে ধরনা দেয়। নানা অজুহাতে সময়ক্ষেপণ করে এজেন্সি কর্তৃপক্ষ ও দালাল। এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্য আব্দুল বাছিতের উপস্থিতিতে সালিশ হয়। সাজনাকে ফিরিয়ে আনতে সর্বশেষ দুই লাখ টাকায় সম্মত হয় কনকর্ড এপেক্সের হয়ে কাজ করা গোলাপ।

সাজনার ভগ্নিপতি আলী আহমদ গোলাপের কথামতো নগদ টাকা দেন। গত ১১ জুলাই গোলাপের শ্যালক দিলকাছ স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে দুই লাখ টাকা নেন। ২০ জুলাইয়ের মধ্যে সাজনাকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয় কনকর্ড এপেক্স ও গোলাপ মিয়া। কথার হেরফের হয়। নানা অজুহাতে সময়ক্ষেপণ করে। করে টালবাহানা। ২ আগস্ট সৌদি আরবে সাজনা বেগমের ‘রহস্যজনক’ মৃত্যু হয়।

স্বামী মিজানুর রহমান বলেন, ‘গবাদি পশু বিক্রি করে স্ত্রীকে দেশে ফেরানোর জন্য টাকা দেই। কিন্তু এজেন্সি নানাভাবে সময়ক্ষেপণ করতে থাকে। আমার স্ত্রী সাজনার সৌদিতে রহস্যজনক মৃত্যু হয়েছে। আমরা জেনেছি, তবে বিষয়টি আমাদের কাছে গোপন করে কনকর্ড এপেক্স। অন্য আরেকটি মাধ্যমে আমি আমার স্ত্রীর মৃত্যুর খবর পাই। জীবিত স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য শতচেষ্টা করেও পারলাম না।’ তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

এসব বিষয়ে জানতে গোলাপকে কল করা হলে তিনি বলেন, ‘আমি নেটওয়ার্কের বাইরে আছি। পরে ফোন দিয়েন।’ এরপর বেশ কয়েকবার কল করা হলেও তিনি ধরেননি।

এ বিষয়ে মেসার্স কনকর্ড এপেক্সের স্বত্বাধিকারী আবুল হোসেন সাজনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা যতদূর জানতে পেরেছি, রাতে ঘুমানোর পর সকালে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে সৌদি পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং সাজনার লাশ ময়নাতদন্তের জন্য দেশে আসতে দেরি হচ্ছে। ময়নাতদন্তের পর এলে বিস্তারিত বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কাছে লিখিত আবেদনের প্রেক্ষিতে তারা লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য চেষ্টা করছে। সেখানে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আমিও প্রতিনিয়ত দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি।’

তবে এজেন্সির পক্ষ থেকে ২৫ দিন ধরে সাজনার পরিবারকে মৃত্যুর খবর না জানানোর বিষয়টি তিনি অস্বীকার করেন। আবুল হোসেন আরও বলেন, ‘আমরা তাকে ফেরানোর জন্য দুই লাখ টাকা নিইনি। এসব বিষয়ে গোলাপ ভালো বলতে পারে। তাছাড়া মৃত্যুর পর সাজনার পরিবারকে জানানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
১০ মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি