X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নির্বাচনের ফল ঘোষণার ৩ দিন পর সংঘর্ষ, আহত ৩০

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২১, ১৮:২৯আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৮:২৯

নির্বাচন পরবর্তী সহিংসতায় সুনামগঞ্জের ছাতকের খুরমা উত্তর ইউনিয়নের আমেরতল গ্রামে সংঘর্ষ হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকালে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে ২২ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি মিজানুর রহমান। ঘটনাস্থলে ছাতক থানার ও দাঙ্গা পুলিশের দুটি টিম মোতায়েন করা হয়েছে। বর্তমানে পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত খুরমা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করেন নৌকা প্রতীকের বিল্লাল আহমদ। তার চাচাতো ভাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনির উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে জয়-পরাজয় নিয়ে ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে রবিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মনির উদ্দিনের ভাতিজা রুবেল আহমদ ও বিল্লাল আহমদের ভাগনে আব্দুল আলিমের কথা কাটাকাটি হয়। এটিকে কেন্দ্র করে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন।

আহতরা হলেন- সাহেদ আহমদ (২৪) আতিক হাসান (২৬), বদরুল (২৫), পারভীন আক্তার (৪০), মরিয়ম বেগম (৫৫), মুক্তার (২৩), আমির আলি (৫৫), আবুল (৬০), রাসেল (৩০), মারুফ আহমদ (২৫), ছুরুক মিয়া (৪৫), ছায়েদ আহমদ (২৮), লিটন মিয়া (৩২), হানিফ আলি (৫০), রজব আলি (৫৩) জালাল মিয়া (৩২) ও শরিয়ত আলি (৪০)। বাকি আহতদের নাম জানা যায়নি। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ২২ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে রয়েছেন- খুরমা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও জামিরখাই গ্রামের কয়ছর আহমদ।

কয়ছরের পরিবারের দাবি, তিনি সালিশ করতে গিয়েছিলেন। পুলিশ সন্দেহ করে তাকে আটক করে নিয়ে গেছে। তবে পুলিশ বলছে, ভেজা কাপড়ে সবাইকে আটক করা হয়েছে। এদিকে, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে জন্য সুনামগঞ্জ জেলার এসপি, ছাতক-দোয়ারা সার্কেলের এএসপি ও ছাতক থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন কয়ছর আহমদের পরিবার।

ছাতক থানার ওসি মিজানুর রহমান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এএসপি বিল্লাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত