X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

একদিনেই ৩ জনের মনোনয়ন প্রত্যাহার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থীর জয়

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ২২:০৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২২:০৪

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজনগর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা (কামারচাক ও টেংরা ইউনিয়ন) গোলাম রব্বানী খান আতাউর রহমানকে চেয়ারম্যান ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

এর আগে সোমবার (৬ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় তিনি একক প্রার্থী হয়ে যান।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ ইউনিয়ন নির্বাচনে লড়তে চেয়ারম্যান পদে গত ২৫ নভেম্বর পর্যন্ত মোট পাঁচ জন মনোনয়ন জমা দেন। ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ে আতাউর রহমানকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রেখে বর্তমান চেয়ারম্যান নাজমুল হক সেলিমের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম রব্বানী খান। ৫ ডিসেম্বর আপিলের শুনানি শেষে মো. নাজমুল হক সেলিমের আবেদন নামঞ্জুর করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এর ফলে আওয়ামী লীগের আতাউর রহমানসহ মোট চার জন চেয়ারম্যান প্রার্থী এই ইউনিয়নে ছিলেন।

সোমবার মনোনয়ন প্রত্যাহারের দিনে তিন প্রার্থী জিয়াউর রহমান জিয়া, মান্না ছালামত ও মো. ইনছান মিয়া প্রার্থিতা প্রত্যাহার করলে ওই ইউনিয়নে আতাউর রহমান ছাড়া আর কোনও প্রার্থী নেই। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান।

মনোনয়ন প্রত্যহারকারী প্রার্থী মান্না ছালামত বলেন, ‘প্রধানমন্ত্রী আতাউর রহমানকে নৌকা দেওয়ায় সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছি।’

মো. ইনছান মিয়া বলেন, ‘এলাকার উন্নয়নের স্বার্থে আতাউর রহমানকে সাপোর্ট দিয়ে আমি প্রত্যাহার করে নিয়েছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, কামারচাক ইউনিয়নে তিনবার নৌকার প্রার্থী বদল হয়েছে। দুই প্রার্থীকে দুইবার করে মোট চারবার দলীয় প্রতীক দিয়ে চিঠি আসে। সর্বশেষ যিনি মনোনয়ন পেয়েছেন তিনি আওয়ামী লীগ করেন না বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা কোনও মন্তব্য করতে রাজি হচ্ছেন না।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের এ ইউনিয়নে ভোটগ্রহণ হবে।

/এফআর/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
নির্বাচনের তিন বছর পর কেন্দ্রের পেছনে পাওয়া গেলো নৌকায় সিল মারা ২০০ ব্যালট
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি