X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

শটগান দিয়ে এএসআইয়ের মাথা ফাটালেন কনস্টেবল, ২ জনই বরখাস্ত

সিলেট প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১৭:৫২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৭:৫৩

সিলেটে সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মাথা ফাটিয়ে দিয়েছেন এক কনস্টেবল। এ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমীনের স্বাক্ষরে তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার (৩ ডিসেম্বর) এএসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে পুলিশের ওই দুই সদস্য নিজেদের মধ্যে মারামারি করেন। 

বরখাস্তকৃতরা হলেন—সিলেট মহানগর পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রুবেল মিয়া ও কনস্টেবল (নায়েক) প্রণজিৎ। দুই জনই পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে পুলিশ লাইনসে দায়িত্ব পালন করছিলেন এএসআই রুবেল ও নায়েক প্রণজিৎ। দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের তদারক করছিলেন এএসআই রুবেল। প্রণজিৎকে দায়িত্বস্থলে না পেয়ে আরেক পুলিশ সদস্য দিয়ে ডেকে পাঠান তিনি। এ সময় প্রণজিৎ অন্য পাশে ছিলেন। আসার পর এএসআই রুবেলের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে নিজের নামে ইস্যুকৃত শটগান দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন প্রণজিৎ। এতে মাথা ফেটে যায় রুবেলের। আহত অবস্থায় অন্য পুলিশ সদস্যরা তাকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করেন।

উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ‘পুলিশ লাইনসের ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যদের পরিশ্রম অনেক বেশি। দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হয় ফোর্সদের। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সিলেট মহানগর পুলিশের সদস্যরা শৃঙ্খলা মেনে, নিয়মের মধ্যে থেকে কাজ করছেন। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’

/এসএইচ/
সম্পর্কিত
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এবার পুলিশ সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!