X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

হারিছ চৌধুরীর মেয়েকে ‘গলা টিপে হত্যার’ হুমকি

সিলেট প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৩, ২০:৪১আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২০:৪১

গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীকে গলা টিপে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন সামিরা তানজিনের চাচাতো ভাই রাহাত চৌধুরী।

গত ১৭ জানুয়ারি সিলেটের কানাইঘাট উপজেলায় একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সামিরাকে এ হুমকি দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে হারিছ চৌধুরীর স্বজনদের নিয়ে নানা মন্তব্য করেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আশিক উদ্দিন প্রয়াত হারিছ চৌধুরীর চাচাতো ভাই এবং কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

পুলিশ জানায়, থানায় দেওয়া লিখিত অভিযোগের বাদী রাহাত চৌধুরী ফৌজদারি, জননিরাপত্তা ও ডিজিটাল সিকিউরিটি আইনে আশিক চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেছেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সামিরার চাচাতো ভাই রাহাত থানায় হত্যার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, হারিছ চৌধুরীর বাবার নামে এলাকায় ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা’ আছে। ২০০৩ সালে এই এতিমখানা প্রতিষ্ঠিত হয়। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এতিমখানাটি নিবন্ধিত হয়। হারিছ চৌধুরী মারা যাওয়ার পর তার মেয়ে সামিরা চৌধুরী এতিমখানার বিষয়ে খোঁজখবর রাখতে শুরু করেন। চাচা কামাল উদ্দিন চৌধুরী ও চাচাতো ভাইদের সঙ্গে এতিমখানার বিষয়ে কথাবার্তা বলেন সামিরা। এতে ক্ষুব্ধ হন আশিক চৌধুরী। তাকে পাশ কাটিয়ে অন্যদের সঙ্গে এতিমখানার বিষয়ে কথাবার্তা বলায় রেগে যান তিনি। 

এরই ধারাবাহিকতায় আশিক চৌধুরীর ক্ষোভের বিস্ফোরণ ঘটে গত ১৭ জানুয়ারি। সেদিন হারিছ চৌধুরীর স্বজনদের গালাগাল ও হুমকি দেন তিনি। একপর্যায়ে সামিনা চৌধুরীকে গলা টিপে মেরে ফেলার কথা বলেন।

এ বিষয়ে জানতে চাইলে আশিক চৌধুরী বলেন, ‘অনুষ্ঠানে রাগের মাথায় গলা টিপে মাইরা ফালাইমু বলেছি। তবে হারিছ ভাইয়ের পরিবারের সঙ্গে আমার ভালো সম্পর্ক। সামিরা যখন এতিমখানায় আসা-যাওয়া কিংবা খোঁজখবর নিতে শুরু করে তখন স্থানীয় একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। বড় ভাই যেহেতু নেই কাজেই তার সন্তানদের অভিভাবক আমরা।’

হারিছ চৌধুরীর গ্রামের বাড়ি কানাইঘাটের দিঘিরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর গ্রামে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওয়ান-ইলেভেন সরকারের সময় থেকে পলাতক ছিলেন। তিনি যুক্তরাজ্য, ইরান, ভারতসহ বিভিন্ন দেশে আছেন বলে গুজব ছিল। তবে গত বছরের শুরুর দিকে জানা যায়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় মারা যান হারিছ চৌধুরী। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তখন আরও জানা যায়, হারিছ চৌধুরী দেশ ছেড়ে যাননি। ঢাকায় আত্মগোপন করেছিলেন।

/এএম/
সম্পর্কিত
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
যুক্তরাষ্ট্র থেকে কোটি টাকার মাদকের পার্সেল, আটক ৩
ব্যাংক ডাকাতির ঘটনায় আরও ৩ নারী কারাগারে
সর্বশেষ খবর
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা