X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেট প্রতিনিধি
১১ জুলাই ২০২৩, ২৩:০৭আপডেট : ১১ জুলাই ২০২৩, ২৩:০৭

প্রশাসনের হস্তক্ষেপে সিলেটে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। সোমবার থেকে সিলেট-তামাবিল মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখার পর আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে পুরো জেলায় ধর্মঘটের ডাক দিয়েছিল শ্রমিক সংগঠনটি।

মঙ্গলবার (১১ জুলাই) রাতে সিলেট জেলা প্রশাসনের হস্তক্ষেপে সেই ধর্মঘট প্রত্যাহার করেছেন সংগঠনটির নেতারা। বিষয়টি নিশ্চিত করে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সিলেট জেলা প্রশাসনের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। প্রশাসন আশ্বাস দিয়েছে, আমাদের দাবি পূরণ করার।

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সঙ্গে বৈঠকে বসেন শ্রমিক নেতারা। জেলা প্রশাসক শ্রমিকদের দুই দাবি পূরণের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

জানা গেছে, গত শুক্রবার রাতে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে পাঁচ জন নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বৃহত্তর জৈন্তার ১৭ পরগণার সালিশ সমন্বয় কমিটি আহুত এক সভায় সিলেট-তামাবিল মহাসড়কে বাসের অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাই ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবি জানানো হয়। এরপর শনিবার জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের নেতৃত্বে স্থানীয় কয়েকজন মহাসড়কে অবস্থান নিয়ে চলাচলকারী বাসের চালকদের লাইসেন্স পরীক্ষা করেন।

এ সময় তারা লাইসেন্সবিহীন চালকদের গাড়ি আটকে দেন। এ ঘটনার প্রতিবাদে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদকে গ্রেফতারের দাবিতে রবিবার রাতে সিলেট-তামাবিল সড়কে ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। সোমবার সকাল থেকে ধর্মঘট শুরু হয়। এতে দুদিন দুর্ভোগ পোহান এই সড়কের যাত্রীরা।

এদিকে, সোমবার ১৭ পরগনা সালিশ কমিটি আবারও বৈঠক করে ৩টি সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তগুলো হলো- শ্রমিক ইউনিয়ন সভাপতি ময়নুল ইসলাম ও বাস মালিক সমিতির পক্ষ থেকে ১৭ পরগনার কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে, মালিক সমিতি ক্ষমা চাওয়ার পর ১৭ পরগনার অনুমতি নিয়ে বাস চালাবে ও বাস ব্যতীত অন্য যানবাহন চলাচলে কেউ বাধা দিলে স্থানীয়রা প্রতিহত করবেন।

আর শ্রমিক ইউনিয়নের দাবি হচ্ছে- সিলেট-তামাবিল সড়কে নির্বিঘ্নে বাস চলাচল করতে দেওয়া এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদের গ্রেফতার।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি