X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দোকান নিয়ে দুই ভাইয়ের বিরোধ, গুলিবিদ্ধ ৩ প্রতিবেশী

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪, ২৩:৫৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ২৩:৫৯

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের গোরারাই বাজারে দুই ভাইয়ের দোকান ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে শটগানের গুলিতে তিন প্রতিবেশী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন—গোরারাই গ্রামের আফজল মিয়ার ছেলে জমির হোসেন, তোতা মিয়ার ছেলে হাবিবুর রহমান এবং একই গ্রামের মো. শামীম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হলিমপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মছনু মিয়ার সঙ্গে তার ছোট ভাই রিপন মিয়ার দোকান ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশ বৈঠক করেও নিষ্পত্তি করতে পারেননি। শনিবার সন্ধ্যায় গোরারাই বাজারে দোকানের কক্ষে তালা মেরে রিপন মিয়া দখলে নিতে চাইলে মছনু মিয়ার শ্যালক ফরহাদ হোসেন বাধা দেন। এ নিয়ে ফরহাদের সঙ্গে রিপনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পর রিপন দলবল নিয়ে সেখানে আসেন। সঙ্গে সঙ্গে শটগান দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে ফরহাদের পাশে থাকা শামীম, জমির ও হাবিবুর গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে গোরারাই বাজারের সব দোকান বন্ধ করে দেয় পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ওসি এ কে এম নজরুল ইসলাম বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে দোকান নিয়ে বিরোধ চলছিল। এই থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এরপর অভিযান চালিয়ে রিপন মিয়ার বাড়ি থেকে একটি লাইসেন্সধারী শটগান উদ্ধার করা হয়েছে। তবে এখনও তাকে আটক করা হয়নি।’

/এএম/
সম্পর্কিত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ