X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সিলেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

শাবি প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ২১:১১আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২১:১১

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও শটগানের গুলি ছুড়তে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, দুপুর ২টা থেকে চৌহাট্টা এলাকায় শহীদ মিনারের সামনের সড়কে শিক্ষার্থীদের কর্মসূচি শুরু হয়। সেখানে হাজারো শিক্ষার্থীর সঙ্গে চৌহাট্টা এলাকার লোকজন যোগ দেন। বিকালে নগরীর জিন্দাবাজার থেকে দরগাহ মহল্লা পর্যন্ত সড়কে অবস্থান নেন তারা। বিকাল ৫টার দিকে হঠাৎ পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে

আন্দোলনকারীদের অভিযোগ, দুপুর থেকে বিকাল ৫টার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছিল। বিকাল ৫টার দিকে নগরীর আম্বরখানার দিক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বেশ কয়েকজন যুবক ও তরুণ চৌহাট্টা পয়েন্টে এসেই পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পাল্টা টিয়ারশেল, গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে চৌহাট্টা পয়েন্টের তিন দিকে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন।

সরেজমিনে দেখা গেছে, পুলিশের বাধায় চৌহাট্টা থেকে নয়াসড়ক, জিন্দাবাজার ও দরগা গেটমুখী সড়কের দিকে ভাগ হয়ে যায় আন্দোলনকারীরা। তিন দিক থেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি সংঘর্ষ চলে। এতে একাধিক পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী ও অনেক শিক্ষার্থী আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‌‘শিক্ষার্থীরা শুরু থেকেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছিল। তাতে পুলিশ বাধা দেয়নি। একপর্যায়ে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। হতাহতের ঘটনা ঘটেছে কিনা জানা যায়নি। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। সেই সংখ্যা পরে জানানো হবে। আমাদের অন্তত চার জন পুলিশ সদস্য আহত হয়েছেন।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
রাজধানীতে ছিনতাইকারী ও দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ৩
সর্বশেষ খবর
শাহাদাতের সুযোগ এলে পিছপা হবো না: আসিফ মাহমুদ
শাহাদাতের সুযোগ এলে পিছপা হবো না: আসিফ মাহমুদ
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
সর্বাধিক পঠিত
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব