X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মাউশি’র ৫৪ কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করলেন নতুন ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ২০:০১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২২:২০

মাউশি’র ৫৪ কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করলেন নতুন ডিজি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ওয়াহিদুজ্জামানের অবসরে যাওয়ার তিন দিন আগে ৫৪ কর্মকর্তার বদলির আদেশে স্বাক্ষর করেন। তার এই সিদ্ধান্ত স্থগিত করেছেন মাউশি’র নতুন ডিজি অধ্যাপক ড. মাহবুবুর রহমান। মঙ্গলবার (৯ জানুয়ারি) এ সিদ্ধান্ত দেন তিনি।
মাউশি সূত্রে জানা যায়, সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ওয়াহিদুজ্জামানের শেষ কর্মদিবস ছিল ৭ জানুয়ারি। এর মাত্র তিন দিন আগে ৪ জানুয়ারি ৫৪ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেন তিনি। এছাড়া নিজের শেষ কর্মমাসে দুই শতাধিক বদলির আদেশেও স্বাক্ষর করেন সাবেক ডিজি। তবে শেষ সপ্তাহে তার দেওয়া ৫৪ কর্মকর্তাকে বদলির আদেশটি নিয়ে পুরো মাউশি ও শিক্ষা পরিবার জুড়ে সমালোচনার সৃষ্টি হয়। 
নিয়ম অনুযায়ী, যে কোনও দফতর প্রধান তার শেষ কার্যদিবসে বদলির কোনও ফাইলে স্বাক্ষর করতে পারেন না। বিষয়টি জেনে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সাবেক ডিজির স্বাক্ষরিত সব বদলির আদেশ স্থগিত করে দিয়েছেন মাউশি’র নতুন মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বদলি স্থগিতের সত্যতা নিশ্চিত করেন।
মাউশির নতুন ডিজি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক মহাপরিচালক অধ্যাপক ওয়াহিদুজ্জামান অবসরে যাওয়ার আগের কয়েকদিন কিছু বদলির আদেশ দেন। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচনাও হয়েছে। তাই গত ২৬ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত তার স্বাক্ষরিত সব বদলি আপাতত স্থগিত করা হয়েছে। এসব বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

 

/আরএআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি