X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জাফর ইকবালের হামলাকারীরা জামায়াত-শিবিরের দোসর: ছাত্রলীগ সভাপতি

ঢাবি প্রতিনিধি
০৪ মার্চ ২০১৮, ০২:১৪আপডেট : ০৪ মার্চ ২০১৮, ০৮:৫৮
image

বিক্ষোভ সমাবেশ অধ্যাপক ড. জাফর ইকবালের হামলাকারীরা জামায়াত-শিবিরের দোসর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ৷ শনিবার রাতে জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা মন্তব্য করেন ৷

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘যারা জাফর ইকবালের ওপর হামলা করেছে, তারা জামায়াত-শিবিরের দোসর ৷ ওই জঙ্গিদের পৃষ্ঠপোষকতায় হামলা করা হয়েছে।’

তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য আরও বলেন, ‘আপনারা ঘরে বসে থাকলে চলবে না, যেখানে জামাত, শিবির, জঙ্গিদের পাবেন, সেখানে গণধোলাই দিতে হবে৷ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জামায়াত-শিবিরকে প্রতিহত করতে হবে৷’

আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের যেখানে জঙ্গিরা আছেন,সেখান থেকে তাদের খুঁজে বের করতে হবে।’

এর আগে হামলার প্রতিবাদে সারা ক্যাম্পাসে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন তারা ৷ মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলা, মলচত্বর, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) শাহবাগ প্রদক্ষিণ করে আবার টিএসসিতে অবস্থিত সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়৷ 

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্সসহ প্রমুখ ৷ এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন,উপ-আপ্যায়ন সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান সহ বিভিন্ন হল থেকে আসা নেতা-কর্মীরা।

 

এসআইআর/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু