X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

দেশের সব পিটিআইয়ে আধুনিক স্টুডিও করবে সরকার

এস এম আববাস
১৯ এপ্রিল ২০২০, ১৮:২১আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৮:২৪

প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রাথমিকের শ্রেণি কার্যক্রম রেকর্ডিং, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালা, সেমিনার এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় দেশের সব প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) একটি করে আধুনিক স্টুডিও করবে সরকার। প্রথম পর্যায়ে বিভাগীয় শহরের পিটিআইগুলোতে স্টুডিও করা হবে। পর্যায়ক্রমে সব পিটিআইকে এর অন্তর্ভুক্ত করা হবে।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, ‘সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা গতানুগতিক কিছু কার্যক্রমে পরিবর্তন আনার চেষ্টা করছি। এরই অংশ হিসেবে দেশের পিটিআইগুলোতে আধুনিক স্টুডিও করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। প্রথমে বিভাগীয় পর্যায়ের পিটিআইগুলোতে আধুনিক স্টুডিও করা হবে। এসব স্টুডিও থেকে সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে অনলাইনে। যাতে কর্মকর্তা ও শিক্ষকরা কর্মস্থলে বসেই অনলাইনে প্রশিক্ষণ নিতে পারেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ ছাড়া বিভিন্ন মিটিং, সেমিনার ও কর্মশালা করা যাবে। এছাড়া উন্নত স্টুডিও থেকে আমরা শিক্ষকদের ভিডিও শ্রেণি কার্যক্রমে রেকর্ডিং করবো।’ 

করোনাভাইরাসের প্রভাবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ছুটি থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন শ্রেণি কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  অধিদফতর শ্রেণি কার্যক্রমের ভিডিও করে শিক্ষার্থীদের জন্য ‘ঘরে বসে শিখি’ ইউটিউব চ্যানেলে আপলোড শুরু করে। শ্রেণি কার্যক্রম অব্যাহত রাখতে সংসদ টেলিভিশনে অনলাইন শ্রেণি কার্যক্রম প্রচার শুরু করা হয়।  পাশাপাশি ‘ঘরে বসে শিখি’ অনলাইন পোর্টাল তৈরির উদ্যোগ নেওয়া হয়। 

এসব কাজ করতে গিয়ে প্রথমেই স্টুডিও সংকট দেখা দেয়। দেশের বিভিন্ন প্রান্তের ভালো শিক্ষকদের ঢাকায় নিয়ে এসে শ্রেণি কার্যক্রম রেকর্ডিং করানো সম্ভব হয়নি। জোর প্রচেষ্টা চালিয়ে অল্প সময়ের মধ্যে ভিডিও শ্রেণি কার্যক্রম প্রস্তুত করা হয়। এই সমস্যা সামনে আসায় দেশের পিটিআইগুলোতে স্টুডিও করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। 

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, দেশের বিভিন্ন এলাকায় যারা দক্ষ শিক্ষক রয়েছেন তাদের ভিডিও শ্রেণি কার্যক্রম বিভাগীয় কিংবা জেলা পর্যায়ে তৈরি করা হবে। এই কাজের জন্য শিক্ষকদের ঢাকায় আনার দরকার হবে না। এছাড়া কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে কোনও অনলাইন ট্রেনিং প্রোগ্রাম করা হলে বিভাগীয় বা জেলাকে যুক্ত করে তা করা সম্ভব হবে।

ফসিউল্লাহ্ জানান, কোনও একটি স্টুডিওতে থেকে দেশের সব পিটিআইকে অনলাইনে সংযুক্ত করা যাবে। এলাকাভিত্তিক প্রশিক্ষন, মিটিং করা যাবে এলাকার পিটিআইগুলোকে সংযুক্ত করে।  মাঠ পর্যায়ের কিছু প্রশিক্ষণ ও নির্দেশনা দিতে দেশের পিটিআইগুলো সংযুক্ত করা হবে ঢাকা থেকে।

মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই স্টুডিও করার বিষয়টি চূড়ান্ত করা হবে।  অর্থ সংকট নেই। প্রাথমিক শিক্ষার জন্য যে বরাদ্দ রয়েছে সে টাকা থেকেই এই কাজগুলো করা সম্ভব হবে বলে জানান অধিদফতরের মহাপরিচালক।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা