X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

এক নজরে সব বোর্ডের পাস ও জিপিএ-৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২০, ১৬:২২আপডেট : ৩১ মে ২০২০, ১৬:৪২

শিক্ষা মন্ত্রণালয় এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ ভাগ । এরমধ্যে এসএসসিতে পাসের হার ৮২.৮৭ ভাগ। দাখিলে ৮২.৫১ ভাগ এবং কারিগরিতে ৭২.৭০ ভাগ। সার্বিক ফলাফলে দেখা গেছে, পাসের হারের দিক থেকে শীর্ষে আছে রাজশাহী বোর্ড। আর ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রে সবচেয়ে নিচে রয়েছে সিলেট বোর্ড।

রবিবার (৩১ মে) ঘোষিত ফলাফলে জানানো হয়েছে, ঢাকা বোর্ডে পাসের হার ৮২.৮৪ ভাগ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৪৭ জন। এবার এই বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ২২ হাজার ২৭৫ জন, আর পাস করেছে ৩ লাখ ৪৭ হাজার ৭১৯ জন। 

রাজশাহী বোর্ডে ৯০.৭০ ভাগ পাসের হারে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন। এই বোর্ডে এবার মোট ২ লাখ ১৮৫ জন পরীক্ষায় অংশ নিয়ে এক লাখ ৮০ হাজার  ৯০২ জন পাস করেছে।

যশোর বোর্ডে ৮৭.৩১ ভাগ পাসের হারে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। এই বোর্ডে এক লাখ ৬০ হাজার ৬৩৬ জনের মধ্যে এক লাখ ৪০ হাজার ২৪৩ জন পাস করেছে।

দিনাজপুর বোর্ডে ৮২.৭৩ ভাগ পাসের হারে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। এই বোর্ডে এক লাখ ৯১ হাজার ৮২১ জনের মধ্যে এক লাখ ৫৮ হাজার ৬৮৫ জন পাস করেছে।

কুমিল্লা বোর্ডে ৮৫.২২ ভাগ পাসের হারে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৮ জন। বোর্ডে মোট পরীক্ষার্থী এক লাখ ৫৯ হাজার ৭০ জনের মধ্যে পাস করেছে এক লাখ ৩৫ হাজার ৫৬০ জন।

চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫ ভাগ পাসের হারে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন। বোর্ডে মোট পরীক্ষার্থী এক লাখ ৪৩ হাজার ৮২৩ জনের মধ্যে পাস করেছে এক লাখ ২১ হাজার ৮৮৮ জন।

ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ ভাগ পাসের হারে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন। বোর্ডে মোট পরীক্ষার্থী এক লাখ ২৪ হাজার ৫৫৯ জনের মধ্যে পাস করেছে এক লাখ ১২৫ জন।

বরিশাল বোর্ডে ৭৯.৭০ ভাগ পাসের হারে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন। বোর্ডে মোট পরীক্ষার্থী এক লাখ ১২ হাজার ৪৩৬ জনের মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন।

সিলেট বোর্ডে ৭৮.৭৯ ভাগ পাসের হারে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন। বোর্ডে মোট এক লাখ ১৬ হাজার ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯১ হাজার ৮৪০ জন।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে কম। এই বোর্ডে পাসের হার ৭২ দশমিক ৭০ ভাগ। এই বোর্ডে এক লাখ ৩১ হাজার ৯০৫ জনের মধ্যে ৯৫ হাজার ৮৯৫ জন পরীক্ষার্থী পাস করেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে দুই লাখ ৭৬ হাজার ৮১৫ জনের মধ্যে ২ লাখ ২৮ হাজার ৪১০ জন পাস করেছে। পাসের হার ৮২.৫১ ভাগ।

 

/এসএনএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান
গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান
‘এত আনন্দ, বলে বোঝানোর মতো না’
‘এত আনন্দ, বলে বোঝানোর মতো না’
তিন মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ
তিন মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল