X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

উপবৃত্তির সঙ্গে আরও যা পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ২০:৩২আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২০:৪৫

২০২০-২১ অর্থবছরের তৃতীয় ও চতুর্থ কিস্তির (২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ ও এপ্রিল থেকে জুন) উপবৃত্তির অর্থ বিতরণের জন্য প্রয়োজনীয় তথ্য আগামী ৯ থেকে ২৫ মে’র মধ্যে এন্ট্রির নির্দেশ দিয়েছে সরকার। এই অর্থের সঙ্গে শিক্ষার্থীদের জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য ‘কিট অ্যালাউন্স’ হিসেবে এক হাজার করে টাকা দেওয়া হবে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প (তৃতীয় পর্যায়)’ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, ‘২০২০-২০২১ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কিস্তির (২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর) উপবৃত্তি বিতরণের লক্ষ্যে সুবিধাভোগী ছাত্রছাত্রী, অভিভাবকদের তথ্য এবং চাহিদাসহ প্রয়োজনীয় তথ্য ‘পিইএসপি’ পোর্টালে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক কর্তৃক এন্ট্রিকরণসহ অন্যান্য কার্যাদি সম্পন্ন করা হয়েছে।’

‘অচিরেই সুবিধাভোগী অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে।’

নির্দেশনায় আরও বলা হয়, ‘আগামী ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ এবং অর্থবছরের বিধিবিধানের কারণে তৃতীয় ও চতুর্থ কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণ সংক্রান্ত ডাটা এন্ট্রির কাজ জরুরি ভিত্তিতে শুরু এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার বিকল্প নেই।’

‘২০২০ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রী বাদ দিয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রাক প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ছাত্রছাত্রীদের তথ্য এন্ট্রি করতে হবে।’

‘উপবৃত্তি প্রাপ্য প্রত্যেক শিক্ষার্থী ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ অর্থাৎ ২০২০-২০২১ অর্থবছরের তৃতীয় কিস্তিতে উপবৃত্তির অর্থের সঙ্গে অতিরিক্ত এক হাজার টাকা হারে কিট অ্যালাউন্স পাবে। ওই কিট অ্যালাউন্স দিয়ে ছাত্রছাত্রীদের জামা, জুতা ও ব্যাগ কিনতে হবে।’

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, ‘‘এই পরিস্থিতিতে ২০২০-২০২১ অর্থবছরের তৃতীয় ও চতুর্থ কিস্তির উপবৃত্তির অর্থ যথাসময়ে বিতরণের জন্য উপবৃত্তি প্রকল্পভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক আগামী ৯ মে থেকে ২৫ মে’র মধ্যে ‘পিইএসপি’ পোর্টালে প্রয়োজনীয় তথ্য (কিট অ্যালাউন্সসহ কিস্তিভিত্তিক চাহিদা) এন্ট্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’’

 

 

/এসএমএ/এপিএইচ/এমওএফ/   
সম্পর্কিত
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সর্বশেষ খবর
সরকারি খাদ্যগুদাম থেকে ভালোটা সরিয়ে রাখা হচ্ছে নিম্নমানের চাল, দুদকের মামলা
সরকারি খাদ্যগুদাম থেকে ভালোটা সরিয়ে রাখা হচ্ছে নিম্নমানের চাল, দুদকের মামলা
ইসরায়েলি হামলার দ্বারপ্রান্তে রাফাহ: জাতিসংঘ
ইসরায়েলি হামলার দ্বারপ্রান্তে রাফাহ: জাতিসংঘ
১০ বছরের শিশুও জানে ‘দিনে কাজ ১২ ঘণ্টার’
১০ বছরের শিশুও জানে ‘দিনে কাজ ১২ ঘণ্টার’
ধর্ষণের পর শিশুকে হত্যা, জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
ধর্ষণের পর শিশুকে হত্যা, জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড