ই-প্রাইমারি সিস্টেমে প্রবেশ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আইডি কার্ড যাচাই করে দ্রুত সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। গত ১০ মে স্বাক্ষরিত মহাপরিচালকের অফিস আদেশে সকল উপজেলা/থানা শিক্ষা অফিসারদের এই নির্দেশ দেওয়া হয়। আদেশটি রবিবার (১৬ মে) প্রকাশিত হয়েছে।
উপজেলা/থানা শিক্ষা অফিসারদের প্রতি দেওয়া নির্দেশনায় বলা হয় বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ই-প্রাইমারি স্কুল সিস্টেমে সকর উপজেলা শিক্ষা অফিসাররা তাদের স্ব স্ব উপজেলার ই-প্রাইমারি আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশের পর ‘শিক্ষক ব্যবস্থাপনা’ মেন্যুতে ‘শিক্ষক/শিক্ষিকার আইডি কার্ড’ সাব মেন্যু লিংকের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলার আওতাভুক্ত যেকোনও বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের ছবিযুক্ত আইডি কার্ডের তালিকা দেখতে পাবেন। ছবিযুক্ত আইডি কার্ডের তালিকা যাচাই করবেন। সঠিক না থাকলে তা ই-প্রাইমারি সিস্টেমে হালনাগাদ করে ছবিযুক্ত করে প্রিন্ট করা আইডি কার্ডে স্বাক্ষর করবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের ব্যবহারের জন্য প্রেরণ করবেন।
জানা গেছে, লকডাউনে শিক্ষকরা পেশাগত দায়িত্ব পালনে ও জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতায় পড়েন। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকদের আইডি কার্ড চাওয়া হয়। এই পরিস্থিতির মুখোমুখি হয়ে সম্প্রতি শিক্ষকরা অভিন্ন আইডি কার্ড ইস্যুর দাবি জানান। এরপর গত ২১ এপ্রিল আইডি কার্ড প্রদানের সংশ্লিষ্টদের নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর। পরদিন অভিন্ন আইডি কার্ডের নমুনা পাঠিয়ে দেওয়া হয় উপজেলা/থানা শিক্ষা অফিসারদের।