X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রুটিন পেয়ে খুশি ঢাবি শিক্ষার্থীরা, কিন্তু থাকবেন কোথায়?

আবিদ হাসান রাসেল, ঢাবি প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২১, ২২:১৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২২:৫১

অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সেমিস্টারের সেশন পরীক্ষা নেওয়া হলেও বাকি আছে সেমিস্টার ফাইনাল। আর ওই পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে রুটিন প্রকাশ করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ও আরবি বিভাগ। এ নিয়ে একদিক দিয়ে শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করলেও থাকার জায়গা নিয়ে চিন্তায় পড়েছেন ঢাকার বাইরের শিক্ষার্থীরা।

ইসলামিক স্টাডিজ, ম্যানেজমেন্টসহ বেশ কয়েকটি বিভাগে মৌখিকভাবে সশরীরে পরীক্ষা নেওয়ার কথা বলা হলেও এখনও রুটিন দেওয়া হয়নি। সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।

মোট কয়টি বিভাগে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে ঢাকার বাইরের শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন থাকতে হবে নিজ দায়িত্বে। মাসখানেকের জন্য বাড়ি বা মেস ভাড়া পাওয়া নিয়ে চিন্তায় আছেন অনেকে। অন্যদিকে হোটেলে থাকতে গেলেও খরচ হবে প্রচুর।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বাঁধন দেব শুধু পরীক্ষার জন্যই সিলেট থেকে ঢাকায় এসেছেন। আপাতত এক বন্ধুর বাসায় উঠলেও কতদিন থাকতে পারবেন জানেন না। বাংলা ট্রিবিউনকে বাঁধন বলেন, ‘হল না খুলে সশরীরে পরীক্ষা দিতে হবে বলে ঝামেলায় পড়তে হচ্ছে। তবে মহামারিতে এমনিতে এক বছরে পিছিয়ে পড়েছি। তাই পরীক্ষাই বড় কথা। হল খুলে দিলে অবশ্য বিড়ম্বনায় পড়তে হতো না।’

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী নাজমুস সাকিক শান্ত বলেন, ‘যেখানে এ বছর আমাদের অনার্স শেষ হওয়ার কথা। সেখানে এখনও পঞ্চম সেমিস্টার শেষ করতে পারিনি। ২৬ তারিখ থেকে সেমিস্টার শুরু হতে যাচ্ছে। যারা বাইরে থেকে আসবে তাদের জন্য ১০-১৫ দিনের জন্য বাসা ম্যানেজ করা রীতিমতো অসম্ভব। হোটেলের ব্যয়ও অনেকে কুলোতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘হল না খুলে পরীক্ষা নিলে সমস্যা হবেই। পরীক্ষার রুটিন দেওয়ায় এমনিতে সবাই খুশি। কারণ, আমরা দ্রুত সেমিস্টার শেষ করতে চাই।’

প্রসঙ্গত, শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হলে ১৫ সেপ্টেম্বরের মধ্যে মাস্টার্স ও চতুর্থ বর্ষের জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। 

আরও পড়ুন- 

১৫ সেপ্টেম্বরের মধ্যে হল খোলা হতে পারে: ঢাবি প্রক্টর

 

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে