X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইউল্যাবের ষষ্ঠ সমাবর্তন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২১, ০৮:০৫আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০৮:০৫

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সোমবার (২৯ নভেম্বর)। করোনা পরিস্থিতি বিবেচনায় এবার সমাবর্তন হবে ভার্চুয়ালি। এবার স্নাতক ও স্নাতকোত্তরের ৯টি প্রোগ্রাম থেকে ৭৫৪ জন শিক্ষার্থী সমাবর্তনে অংশ নেবেন। বিকাল ৩টা থেকে শুরু হবে সমাবর্তনের আনুষ্ঠানিকতা।  

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন। সমাবর্তনে বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সমাবর্তন প্রসঙ্গে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান জানান, ‘করোনা পরিস্থিতির কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে সমাবর্তন করছি আমরা। তবে আমাদের চেষ্টা থাকবে অনুষ্ঠানকে যতটা লাইভলি করা যায়।’

ইউল্যাবের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) ফয়জুল ইসলাম বলেন, ‘ইউল্যাবের ষষ্ঠ সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তরের ৯টি প্রোগ্রামের অধীনে ৭৫৪ শিক্ষার্থী অংশ নেবে। এই সমাবর্তন যদিও ভার্চুয়ালি, কিন্তু ইউল্যাবের পক্ষ থেকে যতটা সম্ভব প্রাণবন্ত করার চেষ্টা করছি। সমাবর্তনের মূল প্রতিপাদ্যের অর্থই হচ্ছে যাবতীয় প্রতিকূলতার বিপক্ষে অবস্থান। আমরা আশা করছি আমাদের গ্র্যাজুয়েটরা এতে অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করবে।’

ইউল্যাব জানায়, অনলাইনে আয়োজিত এ সমাবর্তন ইউল্যাবের অফিসিয়াল ফেসবুক পেজ (www.facebook.com/ULABian) এবং ইউটিউব চ্যানেলে (www.youtube.com/ULABian) সরাসরি সম্প্রচার হবে।

/এসও/এফএ/
সম্পর্কিত
ইউল্যাবে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের দৃপ্ত শপথ
ইউল্যাব ফেয়ার প্লে কাপ চ্যাম্পিয়ন ‘ইউল্যাব’
ইউল্যাব ফেয়ার প্লে কাপের ফাইনালে ইউল্যাব ও ড্যাফোডিল
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়