X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জাবিতে শিক্ষক লাঞ্ছিত: ছাত্রলীগের ৩ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ

জাবি প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৬, ২০:২১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ২০:২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত তিন ছাত্রলীগকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে  ২৭ জানুয়ারি দুপুর একটার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব অধ্যাপক তপন কুমার সাহা স্বাক্ষরিত নোটিশে এ আদেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আচরণবিধি ৪ ও ৫ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশ পাওয়া ৩ ছাত্রলীগকর্মী হলেন, মো. আবু সাদাত সায়েম (সরকার ও রাজনীতি, ৪০ তম আবর্তন), জামশেদ আলম (আন্তর্জাতিক সম্পর্ক, ৪৩ তম আবর্তন) ও জাহিদ হাসান (বাংলা, ৪৩ তম আবর্তন)। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী।  
প্রক্টর তপন কুমার সাহা বাংলা ট্রিবিউনকে জানান, লাঞ্ছনার শিকার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলামের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার দুপুর একটার দিকে প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন অধ্যাপক মোজাহিদুল ইসলাম। লিখিত অভিযোগে  বলেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে চৌরঙ্গীর মোড়ে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী কর্তৃক বহিরাগত এক ছাত্রী নিপীড়ন ও তার বন্ধু মারধরের শিকার হন। ওই ঘটনা থামাতে গেলে ছাত্রলীগের ওই তিন কর্মী আমাকে লাঞ্ছিত করেন।

সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পরপরই একটি জরুরি সভায় বসে প্রক্টরিয়াল বডি। সভায় বিভিন্ন বিষয় বিবেচনা করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে ওই তিন ছাত্রলীগকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আগামীকাল ভুক্তভোগী শিক্ষক, ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে ওই তিনজনের বিরুদ্ধে কঠোর  ব্যবস্থা নেওয়া হবে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি