X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পিএইচডি ডিগ্রি দেওয়ার সুযোগ পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২২, ২০:৩৪আপডেট : ৩১ মে ২০২২, ২১:৩৪

শিগগিরই দেশের মানসম্পন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিএইচডি ডিগ্রি দেওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। মঙ্গলবার (৩১ মে) বিকালে এটিএন নিউজ টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক বৈঠকিতে এ কথা জানান তিনি। ‘উচ্চশিক্ষায় গবেষণা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এই বৈঠকির আয়োজন করে অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউন ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব।

এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নেন—ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, সহযোগী অধ্যাপক এবং সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএসডি)-এর পরিচালক  ড. সামিয়া সেলিম, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এস এম আববাস  

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘আমি অবশ্যই একমত যে পিএইচডি স্কলার ব্যতীত বিশ্ববিদ্যালয়ে গবেষণা হতে পারে না। পিএইচডি গবেষণা হচ্ছে মৌলিক এবং ইনটেনসিভ। আপনারা কিছু দিনের মধ্যে জানতে পারবেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও পিএইচডি ডিগ্রি দেওয়ার অনুমতি পেয়েছে।

ইউজিসির এই সদস্য বলেন, ‘বর্তমানে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দেখছি না, বিশ্ববিদ্যালয় হিসেবেই দেখতে চাই। বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে নতুন জ্ঞানের সৃষ্টি, সংরক্ষণ ও বিতরণ। আমাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্যই এতসব আয়োজন। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ১০৮টি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ৫২টি। আরও দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে পাবলিকও না, প্রাইভেটও না। বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় আইনের ব্যত্যয় ঘটাচ্ছে। অনেক বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে ফিরছে না।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি দেওয়ার অনুমতির বিষয়ে অধ্যাপক আলমগীর বলেন, ‘পিএইচডি ডিগ্রি খুবই গুরুত্বপূর্ণ। সুপারভাইজারকে অতিক্রম করতে হবে একজন গবেষককে। সুপারভাইজার যে বিষয়টি জানেন, সেটি দিয়ে পিএইচডি ডিগ্রি হবে না। আমি (সুপারভাইজার) যেটি জানি না, পিএইচডি স্কলারকে সেটি বলতে হবে তার গবেষণায়। সেই লেভেলে একজন পিএইচডি স্কলারকে নিয়ে যেতে হলে গবেষণার ক্ষেত্র তৈরি করতে হবে। গবেষণার কালচার তৈরি করতে হবে। নিয়মিত গবেষণার পরিবেশ প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের যারা গাইড করতে পারবেন, তাদের বিশ্ববিদ্যালয়ে আনতে হবে। সবকিছু মিলে ইউজিসি এখনও কনভিন্সড না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি দেওয়ার অনুমতি দিলে সঙ্গে সঙ্গে যে অজুহাত আমরা অনুভব করছি বা দেখতে পাচ্ছি, তাতে সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের যেতে হবে কিনা? কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিশ্ববিদ্যালয়ে সব ধরনের গবেষণা ও শিক্ষার সুযোগ দিতে হবে। এ ক্ষেত্রে কোনও রেসট্রিকশন দেওয়া যাবে না। বরং যদি কেউ আইনের ব্যত্যয় ঘটায় আমি তাকে ধরবো। সংকটের কথা চিন্তা করে কেন সম্ভাবনা বন্ধ করবো। আমরা ইউজিসির সবাই মিলে চেষ্টা করছি।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বাংলা ট্রিবিউন-ইউল্যাব বৈঠকিতে বক্তারা তিনি আরও বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর খাতভিত্তিক বছরের ব্যয় নির্ধারিত থাকবে। কত অংশ বিশ্ববিদ্যালয় ব্যয় করবে, আমরা তা নির্ধারণ করতে পারিনি। বিশ্ববিদ্যালয়গুলোর অনেক ক্ষেত্রে আয়-ব্যয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। প্রতিবছর অডিট রিপোর্ট জমা দেওয়ার কথা, কিন্তু প্রতি বছরই দেখি—কিছু গোঁজামিল রয়েছে। এই সংকট থেকে উত্তরণের চেষ্টা করছি। ইউজিসির পক্ষ থেকে ইতোমধ্যে তাদের চিঠি দেওয়া হয়েছে। তারা যেন জানায়, তারা কত অংশ গবেষণার জন্য ব্যয় করছে, কীভাবে করছে এবং তারা কারা। যদি আমাদের কাছে পরিষ্কার চিত্র আসে, তাহলে আমরা বলতে পারবো— আপনাদের যে আর্থিক সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতা অনুযায়ী এই ব্যয়টা করতে হবে। কারণ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান। আমরা যখন এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোকে আনতে পারবো, তখন অবশ্যই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কনসিডার (বিবেচনা) করবো। অনেক বিশ্ববিদ্যালয় ভালো করছে, যাদের নিয়ে গর্ববোধ করি। অনেক ক্ষেত্রে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়কে উদাহরণ দিয়ে বলি, ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো হতে ক্ষতি কী। কোয়ালিটির ক্ষেত্রে পাবলিক আর প্রাইভেট নেই, কোয়ালিটি কোয়ালিটিই।’

অধ্যাপক আলমগীর বলেন, ‘আমরা এখন চিন্তা করছি—আপনারা কিছু দিনের মধ্যে জানতে পারবেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও পিএইচডি ডিগ্রি দেওয়ার অনুমিত পেয়েছে। এ জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে। প্রথম দিকে (র‌্যাংকিংয়ে)  যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে, তারা যদি আমাদের কাছে সুনির্দিষ্ট একটি প্রস্তাব দেয়, তাহলে যেমন- এই হচ্ছে আমার সাবজেক্ট, এই হচ্ছে পিএইচডি স্কলার, এই হচ্ছে আমার ফ্যাকাল্টি মেম্বার্স। তাহলে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে গাইড করতে পারবো। তাহলে আন্তর্জাতিক মান বজায় রেখে পিএইচডি করতে পারবো। পিএইচডি ডিগ্রি দেওয়ার জন্য তাদের একটি অর্ডিন্যান্স তৈরি করতে হবে। সেই অর্ডিন্যান্স অনুযায়ী কাজ করতে হবে। আমি অবশ্যই একমত যে পিএইডি স্কলার ব্যতীত বিশ্ববিদ্যালয়ে গবেষণা হতে পারে না। পিএইচডি গবেষণা হচ্ছে মৌলিক এবং ইনটেনসিভ।’

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার