X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

পাঠ্যবইয়ে আনারসের ছবির নিচে নারিকেল লেখাটি এডিট করা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১২:৫৬

২০২৩ সালের নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ের একটি কনটেন্ট এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে গুজব সৃষ্টি করা হয়েছে। এই ধরনের গুজবে গুরুত্ব না দিয়ে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

সম্প্রতি নবম-দশম শ্রেণির কৃষিশিক্ষা বইয়ের ‘আনারস চাষ’ পাঠ্যের আনারসের ছবির নিচে ‘নারিকেল গাছের চারা’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। এর আগেও ধর্ম বিষয় শিক্ষাক্রম থেকে বাদ দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়া হয়।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরের আগে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোশাল মিডিয়ায় তৈরি গুজবে গুরুত্ব না দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করে দেখে নেওয়া উচিত। নবম-দশম শ্রেণির কৃষি শিক্ষা বইয়ের ১৩৬ নম্বর পৃষ্ঠা দেখে নিতে পারেন যে কেউ, সেখানে আনারসই আছে।’

অধ্যাপক মশিউজ্জামান বলেন, ‘ভুল থাকলে যে কেউ আমাদের জানাতে পারেন। সংশোধনের সুযোগ রয়েছে। কিন্তু কেউ গুজব তৈরি করবে সেটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। সবাইকে এ ব্যাপারে সাবধান থাকতে হবে।’

কৃষিশিক্ষা বইয়ে যা আছে

নবম-দশম শ্রেণির কৃষিশিক্ষা বইয়ের ১৩৬ নম্বর পৃষ্ঠায় আনারস চাষ পাঠ্যে আনারসের চারার ছবি দেওয়া হয়েছে। ছবির নিচে লেখা রয়েছে ‘চিত্র: আনারসের বিভিন্ন ধরনের চারা’। অথচ আনারসের চারার ছবি দিয়ে তার নিচে ‘চিত্র: নারিকেলের বিভিন্ন প্রকার চারা’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে শিক্ষাক্রম থেকে ইসলাম ধর্ম বিষয় বাদ দেওয়া হয়েছে এমন গুজ ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে। তা নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রতিবাদ জানিয়ে বলেন, ‘শিক্ষাক্রম থেকে ইসলাম ধর্ম বাদ দেওয়া হয়েছে এটি গুজব, ধর্ম বিষয় বাদ দেওয়া হয়নি। একটি চক্র রাজনৈতিক কারণে গুজব সৃষ্টি করে যাচ্ছেন।’

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে
২০২৬ সালের পাঠ্যবইয়ে জলছাপ কি সম্ভব?
পাঠ্যবই সরবরাহে শেষ প্রতিশ্রুতি এনসিটিবিরবৃহস্পতিবারের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!