X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

এবার আরবি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২০

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ’র বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার রেজাউল হকের বিরুদ্ধে নিয়োগে অসদুপায় অবলম্বন ও রেজুলেশন জালিয়াতির অভিযোগ উঠেছে।

বিধি অনুযায়ী, স্থায়ীভাবে নিযুক্ত সরকারি কোনও কর্মকর্তা ও কর্মচারী ‘লিয়েন’ ছুটি নিয়ে অন্য প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন। অভিযোগ উঠেছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রেজাউল হক লিয়েন দেখিয়েই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান। কিন্তু জানা যায়, তার এই লিয়েনটি ভুয়া, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিয়েন ছুটি মঞ্জুর করেনি। পরে বিনা বেতনে ছুটি নিয়ে রেজিস্ট্রার হিসেবে যোগ দেন। আবার লিয়েন শেষ করতে না করতেই ২১তম রেজুলেশন জালিয়াতি করে দুই বছর সময়ও বাড়িয়ে নিয়েছেন তিনি।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এসব অভিযোগ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের মোহাম্মদপুর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সিয়াম হোসেন।

২০২২ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ’র বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে ইউজিসি। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকালেই গত ৩ জানুয়ারি তার মেয়াদ শেষে বিদায় নেন। এরপর অভিযোগ ওঠে রেজিস্ট্রারের বিরুদ্ধে। 

সিয়াম হোসেনের লিখিত অভিযোগে বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রেজাউল হকের নিয়োগ ভুয়া লিয়েনে নিয়োগ, ২১তম রেজুলোশন জালিয়াতি করে দুই বছর সময় বৃদ্ধিসহ একাধিক বির্তকিত কর্মকাণ্ডের অভিযোগ আছে। এবার নতুন করে তার বিরুদ্ধে মূল প্রতিষ্ঠান থেকে বিনা বেতনে ছুটি নিয়ে রেজিস্ট্রার হিসেবে তড়িঘড়ি করে যোগদান করার অভিযোগ উঠেছে। ভিসির শেষ সময়ে অবৈধ কর্মকাণ্ড বাস্তবায়ন চার বছর ধরে অস্থায়ীভাবে কর্মরত ছাত্রলীগ ও স্বাধীনতার সপক্ষের লোকদের বাদ দিয়ে চলমান নিয়োগ সম্পন্ন করে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন।

স্থায়ীভাবে আসন পাকাপোক্ত করার লক্ষ্যে কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে সাবেক ভিসির এজেন্ডা বাস্তবায়নসহ নির্বাচনের আগে সরকার ও বিশ্ববিদ্যালয় বিরোধী যে অপ-তৎপরতায় লিপ্ত হয়েছেন, তা থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে রক্ষা করা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করেছেন তিনি।

গত ৩ ফেব্রুয়ারি লিখিত অভিযোগে সিয়াম হোসেন উল্লেখ করেন, গত ৩ জানুয়ারি বিদায় নেওয়া উপচার্য আহসানুল্লাহর আমলে শুধু ব্যক্তি স্বার্থকে প্রধান্য দিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে আট বছরে আট বার রেজিস্ট্রার পদে ভিন্ন ভিন্ন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। একজনকে অতিরিক্ত রেজিস্ট্রারের দায়িত্বও দেন উপাচার্য। অথচ অতিরিক্ত রেজিস্ট্রারের পদটি অবৈধ।

অভিযোগের বিষয়ে জানতে রেজাউল হকের সঙ্গে দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করে এবং ম্যাসেজ পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো