X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

উত্তরা ইউনিভার্সিটির ‘ভর্তি মেলা’, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ৯০ শতাংশ ছাড়

প্রেস রিলিজ
০৫ মে ২০২৩, ১৮:২৮আপডেট : ০৫ মে ২০২৩, ১৯:২৪

উত্তরা ইউনিভার্সিটিতে নতুন শিক্ষাবর্ষে ভর্তির মেলা শুরু হচ্ছে আগামী ১১ মে, চলবে ২৬ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘উত্তরা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ৩৫টি প্রোগ্রাম রয়েছে এবং আমাদের মোটো হচ্ছে ‘কোয়ালিটি এডুকেশন এট এফোর্টেবল টিউশন’। আমরা চলমান ভর্তি মেলা ফল-২০২৩ এবং উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর উপলক্ষে ভর্তি ফিতে ৫০ শতাংশ ওয়েভার দিচ্ছি এবং ও লেভেল/এ লেভেল শিক্ষার্থীদের জন্য ৯০ শতাংশ ছাড়ে ভর্তির ব্যবস্থা করেছি।’

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেলা উপলক্ষে ভর্তি ফি-তে সাধারণ শিক্ষার্থীদের ৫০ শতাংশ এবং ইংরেজি মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করা (ও/এ লেভেল) শিক্ষার্থীদের জন্য ৯০ শতাংশ ছাড়ে ভর্তি চলছে। সকল প্রোগ্রামে ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের পরিবার, তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড় থাকছে।

বিশ্ববিদ্যালয়টি এবছরই তাদের স্থায়ী ক্যাম্পাস রাজধানীর উত্তরায় স্থানান্তর হচ্ছে। এই উপলক্ষে অনার্স প্রোগ্রামের মধ্যে সিভিল, টেক্সটাইল, ইইই, ম্যাথ-এ ৫০ শতাংশ, অন্যান্য সকল অনার্স প্রোগ্রামে ন্যূনতম ৩০ শতাংশ (আইন বিভাগ ছাড়া), এমএ বাংলা ৫০ শতাংশ, সব সান্ধ্যকালীন প্রোগ্রামে ৬০ শতাংশ, মাস্টার্স প্রোগ্রামে ২৫ শতাংশ, এমিবএ-ইএমিবএ-এলএলএম (২ বছর) প্রোগ্রামে ৪৫ শতাংশ এবং আইন বিভাগে ৫ শতাংশ টিউশন ফি ছাড়ে ভর্তি চলছে। চার বছরের প্রোগ্রামগুলোর মধ্যে আইন বিভাগ ছাড়া এসএসসি ও এইচএসসি-তে জিপিএ ৫ প্রাপ্তদের ফলাফলের উপরে ১০০ শতাংশ পর্যন্ত স্পেশাল স্কলারশিপে ভর্তি চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব ছাড়ের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ শিক্ষাঋণের ব্যবস্থা রয়েছে। ইউনিভার্সিটির তত্ত্বাবধানে বেসরকারি ব্যাংক ব্যাংক এশিয়া এই ঋণ প্রদান করছে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি ‘জব অন ক্যাম্পাস’ এর বিশেষ সুযোগ রয়েছে উত্তরা ইউনিভার্সিটিতে।

/ইউএস/
সম্পর্কিত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড