X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

আট শিক্ষকের ডাবল এমপিও, কারণ দর্শানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৩, ১৮:৪৭আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৮:৪৭

বরিশাল বিভাগের আট জন শিক্ষক একইসঙ্গে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন। শুধু তাই নয়, একইসঙ্গে এমপিওভুক্তও রয়েছেন উভয় প্রতিষ্ঠানে। এই শিক্ষককের কারণ দর্শাতে বলা হয়েছে আট কলেজের অধ্যক্ষদের। একইসঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের এমপিও কেন বন্ধ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। 

রবিবার (১৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর কারণ দর্শানোর নোটিশ জারি করে। নোটিশ সূত্রে জানা গেছে, বরিশালের বিভিন্ন বেসরকারি কলেজে কর্মরত শিক্ষকের বিরুদ্ধে দ্বৈত চাকরির অভিযোগ পাওয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বরিশাল আঞ্চলিক অফিস সংশ্লিষ্ট শিক্ষকদের এমপিও বাতিলের চিঠি পাঠিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকরা স্কুল ও মাদ্রাসায় এমপিওভুক্ত থাকার তথ্য গোপন করে গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষের সহায়তায় কলেজে এমপিওভুক্ত হয়েছেন। তাদের দ্বৈত চাকরির কারণে বরিশাল অঞ্চলের বিভিন্ন কলেজে এমপিওভুক্ত হতে না পারা কিছু শিক্ষকের দাখিল করা স্কুল ও মাদ্রাসাগুলোর এমপিও শিট পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

নোটশে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.১৭ ধারা অনুযায়ী দুটি প্রতিষ্ঠানে একইসঙ্গে এমপিওভুক্ত ও কর্মরত থাকা বিধিসম্মত নয়। এমতাবস্থায় সংশ্লিষ্ট শিক্ষকদের প্রত্যেকের একইসঙ্গে দুটি এমপিও ইনডেক্স চলমান থাকায় কেন তাদের এমপিও বাতিল করা হবে না এবং কেন অধ্যক্ষের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী পাঁচ কর্মদিসের মধ্যে জানাতে হবে।

অভিযুক্ত শিক্ষকরা হলেন– বরগুনা সদরের আয়লা কলেজের ইংরেজির প্রভাষক নিপা আক্তার, বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলা সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মো. সাইফুর রহমান, একই প্রতিষ্ঠানের ইংরেজির প্রভাষক মো. ওয়াহিদুজ্জামান, ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ইংরেজির প্রভাষক মো. সিরাজ ও ভোলার তমুজউদ্দিন উপজেলার তমুজউদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক বিক্রম চন্দ্র দাস।

এছাড়া পটুখালীর মির্জাগঞ্জ উপজেলার হাওলাদার ফাউন্ডেশন মহিলা কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক আঁখি, জেলার দশমিনা উপজেলার ডা. ডলি আকবর মহিলা কলেজের ইসলামি শিক্ষা বিষয়ের প্রভাষক নুরুন্নাহার বেগম ও শরীরচর্চা বিষয়ের মো. বেলার হোসেন। 

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
আবারও ৯১টি ফাইল আটকে রাখায় দুদকের মুখোমুখি মাউশির ডিডি
শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে না অ্যাডহক কমিটি
বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার
সর্বশেষ খবর
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ