X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নেই বিশেষজ্ঞ, প্রাথমিক সেবায় সীমাবদ্ধ জবির কাউন্সেলিং সেন্টার

সুবর্ণ আসসাইফ
১৯ মার্চ ২০২৪, ২০:১৭আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২১:৩০

শিক্ষার্থীদের মানসিক অবসাদগ্রস্ততা দূর করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই বছর আগে চালু করা হয় কাউন্সেলিং সেন্টার। চালুর পর থেকে শিক্ষার্থীদের নিয়মিত মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছে কেন্দ্রটি। সুফলও পাচ্ছেন শিক্ষার্থীরা। তবে নানামুখী সীমাবদ্ধতা আর সংকটে মৌলিক লক্ষ্যে পৌঁছাতে পারছে না জবির কাউন্সেলিং সেন্টার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা রোধ, বিষণ্নতা, পরীক্ষা ভীতি দূর করতে ২০২২ সালের ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচতলায় প্রতিষ্ঠা করা হয় কাউন্সেলিং সেন্টার। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিনামূল্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। চালুর পর থেকে এখন পর্যন্ত সেবা নিয়েছেন প্রায় এক হাজার শিক্ষার্থী।

শুরুর দিকে বিশ্ববিদ্যালয় থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হতো। গত নভেম্বর থেকে এই বরাদ্দ না থাকায় স্বেচ্ছাসেবা দিচ্ছেন কেন্দ্রের ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের বিষয়টি গত বছর সিন্ডিকেটে পাস হলেও তা ফাইলবন্দি হয়ে আছে রেজিস্ট্রারের দফতরে।

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ কাউন্সেলিং সেন্টারটি পরিচালনার দায়িত্বে রয়েছে। এই বিভাগের স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা ফিল্ড ওয়ার্কের অংশ হিসেবে এখানে শিক্ষার্থীদের কাউন্সেলিং করে থাকেন। প্রতি ঘণ্টায় দুজন করে দিনে ১২ জনকে সেবা দেওয়া  হয়। কেন্দ্রে মোট কাউন্সেলর রয়েছেন ৩০ জন। এছাড়া মনোবিজ্ঞান বিভাগের পাঁচ শিক্ষক এখানকার উপদেষ্টা হিসেবে রয়েছেন। প্রত্যেক সেবাগ্রহীতাকে ৪৫ থেকে ৫০ মিনিট কাউন্সেলিং করা হয়।

সেবাগ্রহীতা বেশিরভাগ শিক্ষার্থীর মাঝে উৎকণ্ঠা, প্রেমে ব্যর্থ, দুশ্চিন্তা, পরীক্ষাভীতি, বিষণ্ণতা, হতাশাগ্রস্তসহ নানা ধরনের মানসিক সমস্যা লক্ষ করা গেছে বলে জানান কেন্দ্রের ইন্টার্ন কাউন্সেলররা। তারা জানান, চিকিৎসা নিতে আসা কোনও শিক্ষার্থীর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাদের মিটফোর্ডে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ (এনআইএমএইচ) এবং ঢাকা মেডিক্যাল কলেজে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ইন্টার্ন কাউন্সেলর মাহাফুজ বলেন, ‘এখানে আমরা নিয়মিত কাউন্সেলিং দিয়ে আসছি। সেবাগ্রহীতাদের মাঝে নানা ধরনের মানসিক সমস্যার লক্ষণ পেয়েছি। সমস্যার ধরন চিহ্নিত করে একাধিক সেশনে কাউন্সেলিং দেওয়া হয়। কারও এক সেশনেই হয়ে যায়, আবার কারও বেশি সেশন লাগে। আবার কাউকে আমরা উন্নত কাউন্সেলিংয়ের জন্য রেফার করি।’

ইন্টার্ন কাউন্সেলর আন্তা হেনা আঁখি তার অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘কিছু দিন আগে একজন শিক্ষার্থী আমার কাছে আসে। সম্পর্ক ভেঙে যাওয়ায় সে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিল। এছাড়া অ্যাকাডেমিক লাইফ, ক্যারিয়ার নিয়ে অতিরিক্ত চিন্তা ছিল তার মধ্যে। এখানে আসার আগে সে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতে আমাদের এখানে চিকিৎসা সম্ভব ছিল না। তাকে এনআইএমএইস-এ মনোরোগ বিশেষজ্ঞের কাছে রেফার করা হয়। সেখানে তাকে মেডিসিনসহ উন্নত চিকিৎসা দেওয়া হয়। এখনও আমি তার সঙ্গে যোগাযোগ রাখছি। ওই রোগীর মানসিক অবস্থা এখন স্থিতিশীল অবস্থায় এসেছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেন্টারের তথ্যমতে, ৫০ শতাংশ সেবা নিতে এসেছেন যারা হতাশাগ্রস্ত, ২৩ শতাংশ মানসিক উদ্বিগ্ন, প্রেমের সমস্যায় এসেছেন ১৮ শতাংশ শিক্ষার্থী। এসব সেবাগ্রহীতার মধ্যে ৮৫ শতাংশ শিক্ষার্থী সেবা নেওয়ার পর সুস্থ ও স্বাভাবিক আছেন।

তবে সেবার মান নিয়ে এই প্রতিবেদক অন্তত ৫ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে তিন জন উপকৃত হওয়ার কথা বললেও বাকি দুই জনের বক্তব্য নেতিবাচক। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় আমি মানসিকভাবে ভেঙে পড়ি। বন্ধুদের পরামর্শে কাউন্সেলিং সেন্টারে যাই। কাউন্সেলর আমাকে সহযোগিতা করলেও কাঙ্ক্ষিত উপকার হয়নি। হয়তো মনোরোগ বিশেষজ্ঞ থাকলে আমার সমস্যার সমাধান পেতাম।’

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আলাপ করলে তারা জানান, বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং সেন্টার থাকার বিষয়টি জানলেও এর কার্যক্রম সম্পর্কে তাদের জানা নেই। কিংবা কেন মানসিক স্বাস্থ্যসেবা নেওয়া উচিত বা কাউন্সেলিং সেন্টারে কী ধরনের সেবা পাওয়া যায়, সে সম্পর্কে তাদের কোনও ধারণা নেই।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রবিউল পারভেজ বলেন, ‘আমি জানতাম না আমাদের বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং সেন্টার আছে। সম্প্রতি একজন সিনিয়র ভাইয়ের কাছ থেকে জেনেছি। তবে এখানে কী ধরনের সেবা দেওয়া হয় তা জানি না। বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ থাকার বিষয়টি জেনে ইতিবাচক মনে হয়েছে। তবে এটি সম্পর্কে আমার মতো অনেক শিক্ষার্থীই জানে না। শুধু কাউন্সেলিং সেন্টার থাকলেই হবে না। এটির প্রচারণা ও সচেতনতা কর্মসূচি থাকা দরকার।’

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তাহসান তমাল বলেন, ‘কাউন্সেলিং সেন্টার যখন চালু করা হয়, তখন সংবাদপত্রে এটি সম্পর্কে জানতে পারি। তবে বিস্তারিত জানা নেই। আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা যেমন দরকার, সেক্ষেত্রে কাউন্সেলিং সেন্টারে কী ধরনের সেবা পাওয়া যায়, সে সম্পর্কে প্রচারণা দরকার।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. নূর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে শিক্ষার্থীরা নিয়মিত সেবা নিচ্ছেন এবং উপকৃত হচ্ছেন। তবে গত বছর নভেম্বর থেকে কাউন্সেলিং সেন্টার আর্থিক কোনও বরাদ্দ পাচ্ছে না। এখন আমাদের নিজেদের খরচে কেন্দ্রটি চলছে। মনোবিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষার্থীদের বলা হয়েছে স্বেচ্ছাসেবা দিতে। তারা সেন্টারে স্বেচ্ছাসেবা দিচ্ছে। এছাড়া আমরা দুই জন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের জন্য আবেদন করেছিলাম। সেটা সিন্ডিকেটে পাস হলেও এখনও সুরাহা হয়নি। বারবার রেজিস্ট্রারের দফতরে তাগাদা দেওয়া হলেও কোনও অগ্রগতি নেই। নতুন উপাচার্য মাত্র তিন মাস হলো এসেছেন। তার সঙ্গে এখনও আমাদের বৈঠক হয়নি। আশা করছি বৈঠকের পর সমস্যাগুলোর সমাধান হবে। কেন্দ্রে পরিপূর্ণভাবে সেবা কার্যক্রম শুরু করতে পারবো। ’

বিশেষজ্ঞ নিয়োগের ফাইল আটকে থাকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, ‘আমি নতুন দায়িত্ব পেয়েছি। বিষয়টি সম্পর্কে অবগত নই। আমি খোঁজ নিয়ে দেখবো, কেন ফাইলটি ছাড়া হয়নি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘বিষয়টি নিয়ে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেছি। আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করবো। আর যে যে সমস্যা আছে সমাধান করা হবে।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
জবিতে পরীক্ষা বন্ধ, ক্লাস অনলাইনে
যৌন হয়রানির অভিযোগে জবির আরেক শিক্ষক বরখাস্ত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা