রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষক মাজেদা বেগম। সোমবার (১২ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ড তাকে এ দায়িত্ব দেয়। অন্যদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী শিক্ষার্থীদের চাপের মুখে অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন।
ঢাকা শিক্ষা বোর্ড জানায়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী পদত্যাগ করায় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক মাজেদা বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে। তিনি জীববিদ্যার সহকারী অধ্যাপক।