X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের মেয়াদ আবারো বাড়লো

ঢাবি প্রতিনিধি
১২ মার্চ ২০১৬, ১৪:১৬আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৪:৩১

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন অষ্টম জাতীয় বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা পুনর্বহালের দাবিতে চলা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের মেয়াদ বেড়েছে। এ নিয়ে চার দফায় স্থগিতের মেয়াদ বাড়ানো হলো। নতুন সিদ্ধান্ত অনুয়ায়ী স্থগিতাদেশ চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত।
শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাপরিচালক অধ্যাপক ড. মাসুদ কামাল। এর আগে সকাল ১১টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মহাপরিচালক।
মাকসুদ কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে স্থগিতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামী ২৪ মার্চ মন্ত্রী পরিষদ সচিব উপকমিটির সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংক্ষিপ্ত আকারে দাবিগুলো স্পষ্ট করা হবে। সেই বৈঠকের পর ২৯ তারিখে আমরা শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানাবো।’
প্রসঙ্গত, অষ্টম বেতন কাঠামোয় বিভিন্ন অসঙ্গতি দূর করা ও মর্যাদা পুনর্বহালের দাবিতে গত ১০ মাস ধরে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন চালিয়ে আসছেন। একই দাবিতে জানুয়ারি মাসে টানা সাতদিন ধর্মঘটও পালিত হয়েছে। এরপর গত ১৯ জানুয়ারি এক বৈঠকের মাধ্যমে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফায় কর্মবিরতি স্থগিত করা হয়। এর মধ্যে সমস্যা নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সিনিয়র সচিবদের সঙ্গে শিক্ষকদের কয়েক দফা বৈঠক হয়। শিক্ষকদের সমস্যা সমাধানে অগ্রগতি হয়েছে উল্লেখ করে ৪ ফেব্রুয়ারির বৈঠকের পর ফেডারশেনের পক্ষ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় দফায় আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। ২৪ ফেব্রুয়ারি আবার বৈঠকের পর স্থগিতের মেয়াদ বাড়ানো হয় ৪ মার্চ পর্যন্ত।

/এসআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা