১৯টি সরকারি কলেজের অধ্যক্ষ পদ ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিভিন্ন পদে পরিবর্তন আনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পর সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা প্রশাসনেও রদবদল আনা হলো।
সোমবার (৯ সেপ্টেম্বর) তিনটি প্রজ্ঞাপনে ৭৬ জনকে রদবদল করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা।
সরকারি কলেজগুলোর মধ্যে সরকারি ব্রজমোহন কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলামকে কলেজটির অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছে। ইডেন মহিলা কলেজের ইসলামি শিক্ষা বিষয়ের অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানকে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ করা হয়েছে।
চট্টগ্রাম সরকারি কলেজের ইসলামি শিক্ষার অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞাকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ, বগুড়ার শাহ সুলতান কলেজের উপাধ্যক্ষ পরিসংখ্যান বিভাগের অধ্যাপক কে এম আমিনুল হককে সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ, সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শিপ্রা রানী মন্ডলকে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ, সরকারি বিজ্ঞান কলেজের অর্থনীতির অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীকে ফেনী সরকারি কলেজের অধ্যাপক পদে নিয়োগ করা হয়।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের উপাধক্ষ্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অধ্যাপক মো. কামরুল হাসানকে সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ, টাঙ্গাইলের সরকারি সাদত কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তামান্না বেগমকে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ করা হয়েছে।
সাতক্ষীরার তালা সরকারি কলেজের দর্শন বিষয়ের অধ্যাপক সেখ মো. হুমায়ুন কবীরকে খুলনার সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ, রাজশাহীর শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের ইতহাসের অধ্যাপক ড. মো. আনারুল হক প্রামানিককে রাজশাহী কলেজের অধ্যক্ষ, কুড়িগ্রামে সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানকে রংপুরের কারমাইকেল কলেজের অধ্যক্ষ, ইডেন মহিলা কলেজের অর্থনীতির অধ্যাপক ড. শামছুন নাহারকে ইডেনের অধ্যক্ষ করা হয়েছে।
এনসিটিতে যারা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক এ এফ এম সারোয়ার জাহান। এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) পদে পেষণে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অর্থনীতির অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী। এনসিটিবির প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা কুমিল্লার হোমনা সরকারি কলেজে সংযুক্ত মুহাম্মদ ফাতিহুল কাদীর।
এনসিটিবির প্রধান হিসাব রক্ষক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও এনসিটিবির কারিকুলাম বিশেষজ্ঞ মো. নজরুল ইসলাম। শিক্ষক্রমের বিশেষজ্ঞ হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন শহীদ বেগম ফজিলাতুন নিসা মুজিব সরকারি কলেজের সহযোগী অধ্যপক শুভ্রা আলম।