X
রবিবার, ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর না চাপানোর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৫, ২০:১২আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ২০:১২

অ্যাকাডেমিক আমলাতন্ত্র থেকে রেহাই ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর না চাপানোর আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের যৌথ উদ্যোগে এনএসইউ-তে  জাতীয় শিক্ষা ও উদ্ভাবন সংলাপ ২০২৫ অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ।

‘ফিউচার অব এডুকেশন ফর অ্যান ইনোভেটিভ নেশন’ শীর্ষক প্লেনারি সেশনে অংশ নেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইফতেখারুল (ইফতি) ইসলাম এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ‘উদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে বাজেট অপরিহার্য। ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের পিএইচডি প্রোগ্রামে সহায়তা করতেও প্রতিশ্রুতিবদ্ধ। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হাইব্রিড মডেল এগিয়ে যাওয়ার পথ হতে পারে।’

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ উচ্চশিক্ষার পদ্ধতিগত চ্যালেঞ্জ মোকাবিলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতায় গড়ে তুলতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিকশিত করতে হবে।’

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘উচ্চশিক্ষায় বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তবে আমাদের শিক্ষাব্যবস্থা সে তুলনায় অনেক পিছিয়ে। বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের অবশ্যই প্রযুক্তিকে পাঠ্যক্রমে সংযুক্ত করতে হবে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কর না চাপিয়ে জাতীয় অগ্রগতিতে কার্যকরভাবে অবদান রাখতে সহায়তা করতে হবে।’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘নতুন জ্ঞান উৎপাদনের জন্য শিক্ষার্থীদের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দুর্ভাগ্যবশত, আমরা তাদের মধ্যে এটি লালন করছি না। আমাদের অ্যাকাডেমিক আমলাতন্ত্র দূর করতে হবে এবং প্রতিযোগিতা বাড়াতে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে এখানে কার্যক্রম পরিচালনায় উৎসাহিত করতে হবে। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোকে অবহেলা করা উচিত নয়। জাতিকে আরও ভালোভাবে সেবা দেওয়ার জন্য তাদের বিভিন্ন ক্ষেত্রে প্রস্তুত করতে হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান বলেন, ‘আমাদের কারিকুলামে ভোকেশনাল কোর্স অন্তর্ভুক্ত করে দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে মনোযোগী হতে হবে। কারিগরি দক্ষতার বাইরেও ব্যক্তিগত ও পেশাগত উন্নতির জন্য সততা ও সততার মতো মূল্যবোধও অপরিহার্য।’

এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইফতেখারুল (ইফতি) ইসলাম বলেন, ‘উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলার জন্য তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে— সুযোগের অভাব, সম্পদের বৈষম্য এবং গণতান্ত্রিক কণ্ঠের অনুপস্থিতি। যেহেতু আমরা দ্রুত এআই উদ্ভাবনের যুগে প্রবেশ করছি, তাই বাংলাদেশকে অবশ্যই তার তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজেদের অবস্থান তৈরি করতে হবে।’

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘‘শিক্ষা কেবল ব্যক্তিদের সম্ভাবনা উন্মোচনে সহায়তা করে না, বরং একটি জাতি হিসেবে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে উঠতে সক্ষম করে। একটি উন্নত দেশ গড়ার শুরুতেই শুরু হয় ‘শিক্ষা সবার মৌলিক অধিকার’ নিশ্চিত করার মাধ্যমে।’’

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘উদ্ভাবনকে অবহেলা করা যায় না। এমনকি ছোট ছোট উদ্ভাবনও অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। আমরা শিক্ষিত তরুণদের পেয়েছি, যাদের অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে একটি উপায় খুঁজে বের করতে হবে এবং বিশ্বব্যাপী দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখতে হবে।’

প্রথম প্যানেল আলোচনায় অনলকিং বাংলাদেশ'স স্টার্টআপ ইকোসিস্টেম: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস বিষয়ে আলোচনা করা হয়। এনএসইউ স্টার্টআপ নেক্সটের (এনএসইউএসএন) ডিরেক্টর ইনচার্জ স্যামুয়েল মুরসালিনের সঞ্চালনায় সেশনে উপস্থিত ছিলেন— শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক, প্রাভা হেলথ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিলভানা কাদের সিনহা, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন এবং লাইটক্যাসল পার্টনার্সের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিজন ইসলাম।

সেশনের বিশেষ অতিথি বাংলাদেশ সরকারের আইসিটি সমন্বয় ও সংস্কার বিষয়ক নীতি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব স্টার্টআপ ইকোসিস্টেমের সহায়তায় সরকারি উদ্যোগগুলো তুলে ধরেন।

দ্বিতীয় প্যানেল আলোচনার বিষয় ছিল ‘প্রাইভেট সেক্টর ইনোভেশন: ডাইভার্স অব সাসটেইনেবল গ্রোথ।’ বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলামের সঞ্চালনায় সেশনে ছিলেন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সিইও ফারজানা চৌধুরী, বিকিউ আলফা ইনক-এর প্রতিষ্ঠাতা ও সিইও স্যাম সামদানি, অ্যাম্পেন ক্যাপিটাল সলিউশনস এলএলসি-র পার্টনার রাজী আমিন এবং অ্যাঙ্করলেস বাংলাদেশের সিইও রাহাত আহমেদ।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
এনএসইউয়ের সামনে বাগবিতণ্ডার ভিডিও ভাইরাল, ফেসবুকে সারজিস আলমের ব্যাখ্যা
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সমাধান না হলে ‘ঢাকা ব্লকেড’
অনলাইনে সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের সুবিধা চালু করলো এনবিআর
সর্বশেষ খবর
আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
রাশিয়া ও ইউক্রেনের বিমান হামলা অব্যাহত, যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত
রাশিয়া ও ইউক্রেনের বিমান হামলা অব্যাহত, যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত
দরজায় তালা দিয়ে কাজে গেলেন মা, ঘরে পুড়ে প্রাণ গেলো কিশোরীর
দরজায় তালা দিয়ে কাজে গেলেন মা, ঘরে পুড়ে প্রাণ গেলো কিশোরীর
মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে শিশুসন্তান চুরি
মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে শিশুসন্তান চুরি
সর্বাধিক পঠিত
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
আমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
যশোরে ফরহাদ মজহারআমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার