X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ভিডিওতে ন্যান্‌সির ‘পুঁজো এলো’

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৬, ১৬:১৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৪:৪১

ন্যান্‌সি। ছবি: সাজ্জাদ হোসেন। একটি গান গেয়ে সম্প্রতি উদাহরণ তৈরি করলেন চলমান সময়ের অন্যতম কণ্ঠশিল্পী ন্যান্‌সি। তিনি গাইলেন কিন্তু সম্মানী নিলেন না। উল্টো বললেন, ‌‘গানটি গাইতে পেরেছি, এটাই আমার বড় সম্মান। টাকা দিয়ে সব সম্মান পাওয়া যায় না।’

পুরো বিষয়টি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে। এই উৎসবে নতুন মাত্রা যোগ করতে পূজার একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্‌সি। যা তিনি বিনা সম্মানীতেই গেয়েছেন।
‘পুঁজো এলো’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। এর সুর করেছেন মিলন এবং সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ ও এমএমপি রনি। এতে ন্যান্‌সি ছাড়াও কোরাস লাইনগুলোতে ছিলো মিলন ও সাফায়েতের কণ্ঠ।
গেল ক'দিন এই গানটির ভিডিও নির্মাণ হয়েছে দেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে। সৈকত রেজার পরিচালনায় সেই ভিডিওটি আজ, শুক্রবার প্রকাশ পেয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে ন্যান্‌সি বলেন, ‘ছোটবেলা থেকে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছি। গান যাদের কাছে শিখেছি তার বেশিরভাগ ওস্তাদই ছিলেন সনাতন ধর্মাবলম্বী। যতটা আনন্দ আমি ঈদে করেছি ঠিক ততোটাই করেছি পূজাতেও। তাই হঠাৎ করে মনে হলো, পূজা নিয়ে গানটি আমি বিনা সম্মানীতেই গাইবো। এটা আমার পক্ষ থেকে ভালোবাসার ছোট্ট একটা বহিঃপ্রকাশ মাত্র।’
ভিডিওটি নিচের লিংকে:

ন্যান্‌সি ছাড়াও ‘‌‌পুঁজো এলো’র ভিডিওতে অংশ নিয়েছেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, সানোয়ার হোসেন, ধারাভাষ্যকর চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু, ইমন সাহা, কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, আগুন, ডলি সায়ন্তনী, ইমরান, ধ্রুব গুহ, মেহরাব, জুয়েল মোরশেদ, রন্টি দাস, সন্দীপন, শাফায়েত, লিংকন (আর্টসেল), মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া, অভিনেতা শিপন, উপস্থাপক ফেরদৌস বাপ্পি, চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, গীতিকার জাহিদ আকবরসহ আরও অনেকে।
/এস/এমএম/

সম্পর্কিত
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
বিনোদন বিভাগের সর্বশেষ
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!