X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শিক্ষক অ্যাডেলে!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ নভেম্বর ২০১৬, ০৮:০০আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ০৮:০০

অ্যাডেলে সংগীতশিল্পী অ্যাডেলে লন্ডনের ব্রিট স্কুলে শিক্ষকতার পরিকল্পনা করছেন। চলমান সংগীত সফর শেষ হওয়ার পর স্কুলটিতে কয়েকটি ক্লাস নেবেন তিনি। ২৮ বছরের এ শিল্পী সংগীতকলায় বিখ্যাত এ স্কুল থেকে পড়াশোনা করেছেন।
তার ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, সত্যিকার অর্থেই অ্যাডেলে শিক্ষকতার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন।
সূত্রটি জানায়, সফর শুরু হওয়ার আগে থেকেই অ্যাডেলে নিজেকে পড়াশোনার জন্য স্কুলের প্রতি কৃতজ্ঞতাবোধ করছিলেন। বিশেষ করে স্কুলের প্রধান টনি কাস্ত্রোর প্রতি তার কৃতজ্ঞতা বেশি। কারণ টনিই তার শিক্ষার্থীদের গান লিখতে শিখিয়েছিলেন।
সূত্র মতে, কীভাবে স্কুলের শিক্ষকরা তাকে প্রভাবিত করেছেন তা বিবেচনায় নিয়ে অ্যাডেলে নিজেও শিক্ষকতার কথা ভাবছেন। সফর শেষ হয়ে গেলেই বেশ কিছু ক্লাস তিনি নেবেন।
জনপ্রিয় গান ‘হ্যালো’ গাওয়া এই শিল্পী আগেই জানিয়েছিলেন, সফর শেষে কিছুদিন বিশ্রাম নিতে চান তিনি। একই সঙ্গে বিশ্রামের সময়টুকু চার বছরের ছেলে অ্যাঞ্জেলোর সঙ্গে কাটাতে চান। ফলে ওই সময় শিক্ষকতার বিষয়টি তার জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারে। অবশ্য তিনি আরেকটি সন্তান নেওয়ারও ঘোষণা দিয়ে রেখেছেন।
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ