X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গল্পটি প্রেম নাকি বিচ্ছেদের? (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ২০:১৮আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৪:১১

ভিডিওতে তাহসান ও ইমরান গানটা তাহসান-ইমরানের। শিরোনাম ‘কেউ না জানুক’। রবিউল ইসলাম জীবনের কথায় এই গানটির অডিও প্রকাশ পেয়েছে বেশ আগে, শেষ ভালোবাসা দিবসে। তবে বছরের শেষ প্রান্তে এসে সেই গানটিই নিয়েছে নতুন রূপ।

ভিডিওতে যার শুরু একটি ডিভোর্স লেটারকে ঘিরে। শেষটা অবশ্য প্রেমময়। তবে কতটা এবং কীভাবে- সেটুকু জানতে দেখতে হবে পুরো ভিডিওটি।

যেখানে গানের কথা ধরে সাজানো প্রেম-বিচ্ছেদের চিত্রনাট্যে হৃদয় ছোঁয়ানো অভিনয় করেছেন মডেল সুজানা জাফর এবং এবিএম সুমন। মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় ভিডিওর বিভিন্ন দৃশ্যে সরব উপস্থিতি মিলেছে গানটির কণ্ঠশিল্পী তাহসান ও সংগীত পরিচালক ইমরানেরও।
যেটি সিডি চয়েসের উইটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিন গড়িয়ে রাত ঠিক ৮টায়। ভিডিওটি প্রথম দর্শনে ধরে নেওয়াই যায়- বছরের শেষ আলোচিত কাজটি হতে যাচ্ছে এটিই।
গানটি ঝটপট এখনই দেখে নিতে পারেন এই লিংকে ঢুকে:   

পুরনো কথা, সাম্প্রতিক সংগীতের দুই সুপারহিট তাহসান ও ইমরান। দু’জনে একসঙ্গে কাজ করেছেন একটাই, দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’-এ। এতে রবিউল ইসলাম জীবনের কথায় ইমরানের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন তাহসান।
মাঝে দুজনকে একসঙ্গে পাওয়া যায়নি নতুন গানে। তবে একমাত্র এই অ্যালবামের সফলতার সুর আরও ছড়িয়ে দিতে বছরের শেষে এসে এই ভিডিও উদ্যোগ নিয়েছেন দু’জনে।
জানালেন, এবারই প্রথম একই ভিডিওতে দেখা যাচ্ছে তাদের! ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা খুবই আনন্দের বিষয়। তাহসান ভাইয়ের জন্য প্রথম গান করলাম। সেটি থেকে ভালো সাড়া পেলাম। এবার ভিডিওতেও দুজনে স্ক্রিন শেয়ার করছি। সঙ্গে আমার অলটাইম পছন্দের সুজানা আপু ও সুমন ভাই আছেন। শ্রোতাদের জন্য এটা ভালো চমক হবে, আশা করছি।’  

ভিডিওতে সুজানা ও সুমন /এস/এমএম/

সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু