X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রেডিওতে মিনারের অভিষেক

বিনোদন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৭, ১৯:৩৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৯:৫৯

মিনার রহমান/ ছবি: সংগৃহীত অনেক তারকার সঙ্গেই আড্ডা দিয়েছেন তার ভক্তরা। এবার সরাসরি আড্ডা হবে মিনারের সঙ্গে।
তার ভক্ত-শ্রোতাদের কথা শুনতে এবং তাদের সঙ্গে গল্প-গানে দারুণ কিছু সময় কাটানোর জন্য ভালোই প্রস্তুতি নিচ্ছেন তিনি।
প্রথমে ‘সাদা রঙের স্বপ্ন’, পরে ‘আহারে’ সম্প্রতি ‘ঝুম’ এবং মাঝে আরও কিছু গান দিয়ে বাজিমাত করা এই সংগীতশিল্পী এবারই প্রথম এমন আড্ডা-আসরের প্রধান আসনে বসতে যাচ্ছেন। জানালেন মিনার। আরও জানান, ফেব্রুয়ারি থেকে তিনি শুরু করছেন রেডিও টুডে’র(৮৯.৬ এফএম) একটি বিশেষ অনুষ্ঠান। এর নাম ‘মিনার লাইভ’।
২ ফেব্রুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার রাত ১০টা থেকে টানা ২টা পর্যন্ত চলবে শ্রোতা-ভক্তদের সঙ্গে মিনারের গল্প-গানের এই আসর।
মিনার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারই প্রথম এমন কাজ করছি। একটু নার্ভাস লাগছে। তবে বুঝতে পারছি, বিষয়টি বেশ মজার হবে। আসলে মানুষের সঙ্গে সরাসরি কথা বলার জন্য এর চেয়ে সুন্দর আয়োজন আর কিছু হতে পারে না। শ্রোতাদের সঙ্গে গল্প আর গানে চার ঘণ্টা ভালোই কাটবে আশা করছি।’
এদিকে এই অনুষ্ঠানকে ঘিরে এরইমধ্যে রেডিও টুডে মিনারকে নিয়ে তৈরি করেছে বেশ ক’টি প্রমোশনাল ভিডিও। যা ভালোই নজর কেড়েছে তার ভক্ত-শ্রোতাদের।
প্রসঙ্গত, গেল বছরের সর্বাধিক হিট গান হিসেবে উঠে এসেছে মিনারের কথা-সুর-কণ্ঠে ‘ঝুম’। গেল বছরের জুনে ইউটিউবে প্রকাশিত এই গানের ভিউ এখন পর্যন্ত ৯১ লাখেরও বেশি।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা