X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পাগল তিন বন্ধুর গল্প

বিনোদন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ১৫:১৬আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৫:১৮

নাটকের দৃশ্যে আগুন, শতাব্দী ও সাজু খাদেম সাধু, মধু আর বাবলু। তারা তিনবন্ধু। পোড়খাওয়া, এতিম, উদভ্রান্ত— তিন যুবক। তিনজনেরই এ জগতে আপন বলতে কেউ নেই। মধু ভালো গান গায়, যে কোনও মুহূর্তে গায়, গানই তার ধ্যানজ্ঞান, আর সাধু দারুণ ছবি আঁকে, যে কারও ছবি সে হুবহু এঁকে ফেলতে পারে। আর বাবলু এক সময় সিনেমা বানাতে চেয়েছিল, পারেনি, সে এখন গল্প খুঁজছে। এই হচ্ছে এই তিন বন্ধুর বিশেষ গুণ।

এই তিন বিশেষত্ব দিয়ে তারা মানুষকে মন্ত্রমুগ্ধ করে ফেলে। জীবন পথের এক ইস্টিশনে একদিন দেখা হয় তাদের। তারা ঠিক করে একসঙ্গে বাঁচার। বেঁচে থাকার অর্থটা কী সেটা খুঁজে দেখবে। তারা শুধু নিজের জন্য বাঁচবে না। বাঁচবে অন্যের জন্য। নিজের আর অন্যের ভিতরটা খুঁড়ে দেখবে। এই যে পৃথিবীতে এতো এতো সমস্যা, মানুষের সঙ্গে মানুষের এতো ভেদাভেদ, এতো যুদ্ধ হানাহানি এর থেকে মুক্তির উপায় কী!

তিন বন্ধুর এমন গল্প নিয়ে চ্যানেল আইতে ৩ মার্চ থেকে সপ্তাহে ৫দিন প্রচার শুরু হচ্ছে মেগাধারাবাহিক ‘তিন পাগলে হল মেলা’।

এ তিনটি চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আগুন, শতাব্দী ওয়াদুদ ও সাজু খাদেম। নাটকটি রচনা করেছেন আবুল হায়াত ও কামরুল আহসান। আবুল হায়াত নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন। আরও অভিনয় করেছেন নাদিয়া, আবদুল্লাহ রানা, শেলী আহসান, জিয়াউল ইসলাম কিসলু প্রমুখ।

মোট ২০৮ পর্বের এ ধারাবাহিকটি প্রচার হবে প্রতি শুক্র, শনি, সোম, মঙ্গল ও বুধবার রাত ১১টা ৩০ মিনিটে।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি