X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

হোলিতে দীপিকা মাখবেন তেল!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ১৪:২৫আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৬:৩৯

রামলীলা ছবিতে দীপিকার হোলি উৎসবের চলছে হোলি উৎসব। এ বছর পরিবারের সঙ্গে হোলি উদযাপন করছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তবে রং ছোড়াছুড়ির এ উৎসবে যেন চুলের কোনও ক্ষতি না হয় সেজন্য তিনি নিচ্ছেন আগাম সতর্কতা।
বলেছেন, নারিকেল তেল রং থেকে চুলকে সুরক্ষা দিতে পারে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা উঠে আসে। দীপিকা বলেন, ‘‘গত বছর হোলি চলার সময় আমি কানাডাতে ‘দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির শুটিং করছিলাম। এ বছর আমি নিজ বাড়িতে পরিবারের সঙ্গে হোলি উদযাপন করছি। উৎসব চলার সময় আমরা সবাই সযত্নে চুলে নারিকেল তেল দিই। এটি আমার চুলের সুরক্ষা দেয় এবং রঙের কারণে কোনও ক্ষতি হলে তা ঠিক করে। এবারও তাই একই পদ্ধতি প্রয়োগ করব!’’
জীবনের সেরা হোলি উদযাপনের স্মৃতি প্রসঙ্গে বলতে গিয়ে দীপিকা জানান নিজ অ্যাপার্টমেন্টে বন্ধুদের সঙ্গে ওয়াটার গান ও রং নিয়ে খেলার কথা।
কোনও হোলি গানটি প্রিয়-এমন প্রশ্ন করা হলে দীপিকা জানান বালাম পিচকারিয়ার কথা। নিজের অভিনীত চলচ্চিত্র ‘ইয়ে জাওয়ারি হ্যায় দিওয়ানি’-এর গান এটি।
দীপিকা আরও জানান, হোলিতে বাসায় রান্না করা খাবার খেতেই পছন্দ করেন তিনি।
/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার