X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আলোচনায় নায়ক ইমরান নায়িকা লিয়া!

বিনোদন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৭, ১২:৩৭আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১২:৪৪

নায়ক ইমরান নায়িকা লিয়া! জনপ্রিয়তার চূড়ান্ত সময় পার করছেন সংগীতশিল্পী ইমরান। অডিও আর ভিডিওতে চমক দিচ্ছেন নিয়মিত। অন্যদিকে আলোচিত সংগীত পরিচালক ফুয়াদ সম্প্রতি সমালোচনায় এসেছেন শাফিন আহমেদকে নিয়ে একটি ট্রল ভিডিও প্রকাশ করে।

নতুন খবর হলো, গেল রাতে (১৩ এপ্রিল) বাংলা বছরের শেষ প্রহরে প্রকাশ পেল ফুয়াদ-ইমরানের যৌথ গান-ভিডিও ‘ধোঁয়া’। আবদার রহমানের কথায় ইমরানের কণ্ঠ-সুরে গানটির সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
আর এটির ব্যয়্হুল ওয়েস্টার্ন ঘরানার ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। যেখানে ইমরানের বিপরীতে ‘নায়িকা’ হিসেবে কাজ করেছেন লিয়ানা লিয়া। নায়িকা মানে, সত্যিই তাই। ভিডিওটি দেখলে, লিয়াকে কেউ ‘মডেল’ কোটেশনে আটকে রাখতে চাইবেন না। একই কথার পুনরাবৃত্তি ঘটবে কণ্ঠশিল্পী ইমরানের বেলাতেও। এখানে তিনিও যেভাবে লিয়ার সঙ্গে মিশেছেন, তাতে তাকে শুধু ‘কণ্ঠশিল্পী’ না বলে, নায়ক বলাটাই শ্রেয়তর।
ফলে, বৈশাখী ‘ধোঁয়া’ হতে পারে নতুন বছরে ফুয়াদের ইমেজ প্রত্যাবর্তন, ইমরানের সফল যাত্রায় নতুন গতি আর মডেল লিয়ানা লিয়ার উঠতি ক্যারিয়ারের মজবুত সিঁড়ি।
ভিডিওতে ইমরান ও লিয়ানা লিয়া আশার খবর হলো, ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই ভিডিওটি গেল ১২ ঘন্টায় দুই লাখ বারেরও বেশি দেখা হয়েছে। দিন (১৪ এপ্রিল) ফুরানোর আগেই আরও দুই লাখ যোগ হওয়ার আলামত মিলছে এখনই।
খুব খুশি ইমরান। বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘গায়ক হিসেবে এত ভালো নববর্ষ আমি আগে আর পাইনি। ধন্যবাদ ‘ধোঁয়া’ সংশ্লিষ্ট প্রত্যেকটি মানুষকে। সবার চেষ্টাতেই গান-ভিডিওটি এতটা ভালো হয়েছে। দারুণ সাড়া পাচ্ছি শ্রোতা-দর্শক-সমালোচকদের কাছ থেকে। সবাইকে শুভ নববর্ষ।’’
তাহলে দেখে নিন ‘ধোঁয়া’:

/এমএম/

সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু