X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

অনলাইনের নাটকে ক্রিকেটার অপি!

বিনোদন রিপোর্ট
০৫ জুন ২০১৭, ১২:১৮আপডেট : ০৫ জুন ২০১৭, ১৬:২৯

নাটকে নিশো টিপস দিচ্ছেন অপি। পাশে ঈশিকা অনলাইনের জন্য এবার দেশে তৈরি হলো ক্রিকেটের গল্পনির্ভর ‘ওয়েব সিরিজ’। আর এ ধারাবাহিক নাটকে অভিনয় করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি। 
আসছে ঈদে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে দর্শকরা উপভোগ করতে পারবেন দেশের প্রথম ক্রিকেটকেন্দ্রিক এই ওয়েব সিরিজের স্বাদ!
সাত পর্বের ওয়েব সিরিজের নাম ‘আমি ক্রিকেটার হতে চাই’। এটি পরিচালনা করছেন মাবরুর রশীদ বান্নাহ। তারই চিত্রনাট্যে এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো ও ঈশিকা খান।
পরিচালক বান্নাহ বলেন, ‘ক্রিকেট নিয়ে দেশের প্রথম ওয়েব সিরিজ। সে হিসেবে অনেক চাপ নিয়ে কাজটি করেছি। চেষ্টা করেছি, বিশেষ কিছু করতে। অনলাইনের দর্শকদের আগ্রহের উপর জোর দিতে চেয়েছি। আশা করছি, কাজটি দেখে মজা পাবেন। পুরো গল্পটি ক্রিকেটকেন্দ্রিক। তবে এরমধ্যে প্রেম, মজা, বিরহ ও বার্তা- সবই থাকছে।’
ঈশিকা খান জানান, ‘নাটকে ক্রিকেটপাগল একটি মেয়েকে মুগ্ধ করতে এক ছেলের ক্রিকেটার হওয়ার গল্প দেখা যাবে। ক্রিকেট খেলা শিখতে গিয়ে নানা ধরনের উদ্ভট সব কাণ্ড ঘটবে এই নাটকে।’  
প্রথম ওয়েব সিরিজে অভিনয় করা প্রসঙ্গে ক্রিকেটার অপি বলেন, ‘কাজটি করে বেশ মজা পেয়েছি। আমি আগেও বিভিন্ন টিভি নাটকে অভিনয় করেছি, তবে এটি শুধু অনলাইনে প্রচার হবে জেনে- রোমাঞ্চিত হয়েছি। এতে আমাকে দেখানো হবে বর্তমান সময়ের একজন ক্রিকেটার হিসেবে। কাজটি ভালো হয়েছে।’
মোশন রকের কারিগরি সহায়তায় নির্মিত এ সিরিজটি সিএমভির ইউটিউব চ্যানেল ছাড়াও একই সময়ে বাংলা ফ্লিক্স অ্যাপ-এ অবমুক্ত হচ্ছে। ঈদুল ফিতরের দিন ঠিক সন্ধ্যা সাতটায় এর প্রথম পর্ব প্রকাশ হবে। প্রকাশনা চলবে পরের ছয় দিন পর্যন্ত। ঈশিকা, অপি ও নিশো

/এমআই/এম/

সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা