X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কলকাতায় সম্মানিত রাজ্জাক, সেরা ছবি হলো ‌‘আয়নাবাজি’

বিনোদন রিপোর্ট
০৫ জুন ২০১৭, ১৫:১৮আপডেট : ০৬ জুন ২০১৭, ১৩:৩৩

পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজ্জাক, রঞ্জিত মল্লিকসহ কলকাতার অন্যান্য শিল্পী। পাশে ‘আয়নাবাজি’ টিমের পুরস্কার গ্রহণ দেশের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক সম্মানিত হলেন কলকাতায়। গতকাল ৪ জুন সন্ধ্যায় শহরের নজরুল মঞ্চে তুলে দেওয়া হয় টেলিসিনে পুরস্কার। পুরস্কারপ্রাপ্তির পর কণা ও হাবিব
এতে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় তাকে। এছাড়াও সেরা ছবি ‘আয়নাবাজি’সহ আরও পাঁচ বাংলাদেশি তারকাকে পুরস্কৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গের অন্যতম টেলি সিনে সোসাইটি এবার তাদের ১৬তম আয়োজনটি করেছিল।
এবারের আয়োজনে অন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন শাকিব খান, আইয়ুব বাচ্চু, নুসরাত ফারিয়া, হাবিব ওয়াহিদ ও কণা।
পুরস্কারপ্রাপ্তির পর রাজ্জাক বলেন, ‘কলকাতার মাটিতে দাঁড়িয়ে এখনকার টেলি সিনে আজীবন সম্মাননা পেলাম, তাই আমি কৃতজ্ঞ। ভারতের শিল্পীরা খুবই আন্তরিক, তাদের অনেকের সঙ্গেই আমার দীর্ঘদিনের সম্পর্ক। আজকের এই সম্মানের কথা আমার চিরদিন মনে থাকবে।’
নায়ক রাজ্জাকের জন্মস্থান কলকাতার টালিগঞ্জ। বাংলাদেশের ছবিতে অভিনয় করা ছাড়াও কলকাতার চলচ্চিত্রে অবদান রেখেছেন এ মহাতারকা। আর তাই তাকে এ সম্মাননায় সম্মানিত করে কলকাতার টেলিসিনে সোসাইটি।
এদিকে, গত বছরের বাংলাদেশের সবচেয়ে আলোচিত ছবি ‘আয়নাবাজি’র ভূয়সী প্রশংসা করা হয়। সেরা ছবির এ পুরস্কার গ্রহণ করেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ও কাহিনিকার-অভিনেতা গাউসুল আজম শাওন। সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল ও টম ক্রিয়েশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমা আদিল।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা