X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘ফ্যাশন টিভি দেখার জন্য চা এনে দেওয়ার কাজও করেছি’ ‌

বিনোদন ডেস্ক
১১ জুন ২০১৭, ২১:২২আপডেট : ১২ জুন ২০১৭, ০১:১৩

আরিফিন শুভ/ ছবি: সাজ্জাদ হোসাইন ‘কত আগে আমার মনে নেই। ফ্যাশন টিভি একবার ১০ মিনিটের জন্য দেখার সুযোগ হয়েছিল। ওরা যেভাবে হাঁটে, স্টেজে দাঁড়ায়- সব কিছু আমার কাছে ম্যাজিকের মতো মনে হয়েছিল। আমি যেখানে থাকতাম (ময়মনসিংহের ভালুকা) সেই ছোট্ট শহরে এটা দেখতে পাওয়া খুব সহজ বিষয় ছিলো না। তাই সেটি দেখার জন্য চা এনে দেওয়ার কাজও করেছি।’

দম নিয়ে আরও বলেন, ‘এখন আমি জানি এটি র‌্যাম্প। তখন জানতাম না। আমাদের যে কেবল (ডিস ক্যাবল সংযোগ) অফিস ছিল ওদের সঙ্গে চুক্তি করি। রাতের বেলা ১ ঘণ্টা এফটিভি (ফ্যাশন টিভি) দেখব। তার বিনিময়ে তাদের নানা টুকটাক কাজ করে দিতাম। বেশিরভাগ সময় চা-ই এনে দিতাম।’
কথাগুলো বলছিলেন আরিফিন শুভ। দেশের অন্যতম চিত্রনায়ক। রবিবার (১১ জুন) এসেছিলেন বাংলা ট্রিবিউন ফেসবুক সেলিব্রেটি লাইভ শোতে। পাঠকদের প্রশ্ন ছিল তার ব্যক্তিগত জীবন প্রসঙ্গেও। বলেছেন তার প্রিয় মানুষটি তাকে কী নামে ডাকেন। কথা বলেছেন চলচ্চিত্র ইন্ড্রাস্ট্রির বর্তমান অবস্থা নিয়েও।
ফেসবুক লাইভে ওয়ালিউল মুক্তার মুখোমুখি শুভ সেলিব্রেটি শো-এর এ ঈদ আয়োজনটি সরাসরি প্রচার করা হয় দেশের অন্যতম এই অনলাইন পত্রিকার কার্যালয় থেকে রবিবার বিকাল ৪টায়। পুরো আয়োজনটি দেখতে পারবেন বাংলা ট্রিবিউন ফেসবুক পেজ-এ গিয়ে।
পুরো শো’টি সঞ্চালনা করেছেন বাংলা ট্রিবিউনের বিনোদন প্রতিবেদক ওয়ালিউল মুক্তা।

এছাড়াও দেখা যাচ্ছে ইউটিউবের এই লিংক থেকে-

/এম/এমএম/

সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা