X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইমরান-মৌমিতার ভিউ ৫ লাখ

বিনোদন রিপোর্ট
০৭ জুলাই ২০১৭, ১৭:৫৯আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৩:৪৮

গেল ঈদে, মানে এই তো সেদিন (২৪ জুন) অন্তর্জালে প্রকাশ পেয়েছে ইমরানের একটি ভিন্ন স্বাদের বিশেষ গান ও ভিডিও। যেখানে ইমরানের সঙ্গে পর্দায় প্রথম জুটি বাঁধলেন কলকাতার মৌমিতা হরি। আর গানটির শিরোনাম ‘আমার ইচ্ছে কোথায়’।

মৌমিতা ও ইমরান ইমরানের কণ্ঠ-সুর তো বটেই, ভিডিওতে তার সঙ্গে মৌমিতার রসায়ন দেখে চমকে উঠেছেন অনেকেই। এই চমক পর্দায় দু’জনার রোমান্টিকতা দেখে। সঙ্গে জুলফিকার রাসেলের নান্দনিক গানের কথা তাদের রসায়নে মূল রসদ জুগিয়েছে।
বিনিময়ে গেল ১২ দিনে পাঁচ লাখ বার শুধু সাউন্ডটেকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখেছেন দর্শক-শ্রোতারা!
ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
স্বাভাবিক, ইমরানের ভিডিও মানে গান বাজারের পুরো দৃষ্টি এক বিন্দুতে স্থির হওয়া। তাছাড়া, এমন কথা কিংবা সুরের গান সচরাচর তার কণ্ঠে পাওয়া যায় না।
ইমরান বলেন, ‘রাসেল ভাইর লেখা, তাই অন্য যে কোনও গানের চেয়ে এটির প্রতি বাড়তি সচেতনতা ছিল আমার। খুব খেটেখুটে করেছি। কষ্ট করেছি সবাই। মৌমিতার দারুণ সাপোর্ট পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘ভিডিওটি প্রকাশের পর যে পর্যায় থেকে সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে আমাদের শ্রম-সচেতনতা স্বার্থক। ভিডিওটি মাত্র ৫ লাখের ঘর পেরুলো, আরও অনেক পথ বাকি। সবাইকে ধন্যবাদ।’
এদিকে কলকাতার মেয়ে মৌমিতা বলেন, ‘গানটি তো অদ্ভুত সুন্দর। সত্যি। ভিডিওটিতে দারুণ একটা গল্প আছে। আমি জানি গানটি শুনে ও ভিডিওটি দেখে সবাই একটা ঘোরের মধ্যে আছেন। এই ঘোর না কাটুক।’
/এমএম/

সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু