X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মুকুট হারালো ‘গ্যাংনাম স্টাইল’!

জনি হক
১৩ জুলাই ২০১৭, ০০:২৬আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৬:২০

(বাঁয়ে) সাই, (ডানে) উইজ খলিফা ও চার্লি পুথ ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা মিউজিক ভিডিওর রেকর্ড আর দক্ষিণ কোরীয় র‌্যাপার সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’-এর দখলে নেই। এটাকে টপকে গেলো আরেক মিউজিক ভিডিও উইজ খলিফা ও চার্লি পুথের ‘সি ইউ অ্যাগেইন’। হৃদয়ছোঁয়া গানটির মিউজিক ভিডিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেখা হয়েছে ২৮৯ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭০৯ বার। মজার বিষয় হলো, একজন যদি এই গানটি এতবার শুনতেন তাহলে লেগে যেতো ২১ হাজার ৭৫৯ বছর!
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মার্কিন গায়ক চার্লি পুথ লিখেছেন, “আমি ইউটিউবে যোগ দিয়েছিলাম ২০০৭ সালে। আশা ছিল, আমার কোনও গানের মিউজিক ভিডিও ১০ হাজার বার দেখা হবে। কিন্তু ‘সি ইউ অ্যাগেইন’ নিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু চড়কগাছ!”
‘সি ইউ অ্যাগেইন’ গানটি তৈরি হয়েছে মূলত অ্যাকশনধর্মী ছবি ‘ফিউরিয়াস সেভেন’-এর জন্য। ছবিটির শেষে প্রয়াত অভিনেতা পল ওয়াকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে বেজেছে এটি। এ ছবির শুটিং চলাকালীন গাড়ি দুর্ঘটনায় নিহত হন তিনি।
এ গানের মিউজিক ভিডিওতে ‘ফিউরিয়াস সেভেন’-এর শেষ দৃশ্য জুড়ে দেওয়া আছে। এতে দেখা যায় ছবিটির প্রধান দুই চরিত্র ডমিনিক তোরেত্তো (ভিন ডিজেল) ও ব্রায়ান ও’কনোর (কোডি ওয়াকার, পল ওয়াকারের ছোট ভাই) পাশাপাশি গাড়ি চালাচ্ছে। পৃথক সড়কে চলে যাওয়ার আগে শেষবার হাসির মুহূর্ত ভাগাভাগি করে তারা। ছয় মাসের ব্যবধানে ভিডিওটি দেখা হয় ১০০ কোটি বার। গত বছরের সেপ্টেম্বরে এটি স্পর্শ করে ২০০ কোটি বারের মাইলফলক।
যুক্তরাজ্যে অন্ত্যোষ্টিক্রিয়ার অনুষ্ঠানগুলোতে সবচেয়ে বেশিবার অনুরোধ আসা পপ গান ‘সি ইউ অ্যাগেইন’। এর কথায় রয়েছে এমন বক্তব্য- ‘বন্ধু তোকে ছাড়া কেটে গেলো অনেকদিন/কেমন কাটলো আমার সবই বলবো যখন আবার তোর সঙ্গে দেখা হবে।’ ২০১৫ সালে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বিক্রি হওয়া একক গান ছিল এটাই। গ্র্যামি অ্যাওয়ার্ডস আর অস্কারে মনোনীত হয় ‘সি ইউ অ্যাগেইন’।ইউটিউবের মুকুট হারালো ‘গ্যাংনাম স্টাইল’

তবে ‘সি ইউ অ্যাগেইন’ বেশিদিন ইউটিউবের এই রাজত্ব ধরে রাখতে পারবে বলে মনে হয় না। কারণ লুই ফনসির পুয়ের্তোরিকান গান ‘দেসপাসিতো’ মাত্র ছয় মাসে দেখা হয়েছে ২৫০ কোটি বারেরও বেশি। যুক্তরাজ্যে আট সপ্তাহ ধরে এটি আছে টপচার্টের শীর্ষে।

পাঁচ বছর ধরে ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা মিউজিক ভিডিওর রেকর্ড ধরে রেখেছিল ‘গ্যাংনাম স্টাইল’। এটি এতই জনপ্রিয়তা পেয়েছে যে, ইউটিউবের কোড নতুনভাবে লিখতে হয়েছে। ইউটিউবে কোন ভিডিও কতবার দেখা হয়েছে, সেই সংখ্যা গণনা করার সর্বোচ্চ সীমা ছিল ২১৪ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৬৪৭। কিন্তু এই গানের কারণে প্রতিনিয়ত নিজেদের সংস্কার করতে হয়েছে ইউটিউবকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮৯ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৪৭৫ বার দেখা হয়েছে মিউজিক ভিডিওটি।

ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা মিউজিক ভিডিও
১. সি ইউ অ্যাগেইন-উইজ খলিফা ফিচারিং চার্লি পুথ (২৮৯ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭০৯ বার)


২. গ্যাংনাম স্টাইল-সাই (২৮৯ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৪৭৫)
৩. সরি-জাস্টিন বিবার (২৬৩ কোটি ৫৫ লাখ ৭২ হাজার ১৬১)
৪. আপটাউন ফাঙ্ক-মার্ক রনসন ফিচারিং ব্রুনো মার্স (২৫৫ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৭১৭)
৫. দেসপাসিতো-লুই ফনসি ফিচারিং ড্যাডি ইয়াঙ্কি (২৪৮ কোটি ২৫ লাখ ২ হাজার ৭৪৭)
৬. শেক ইট অফ-টেলর সুইফট (২২৪ কোটি ৮৭ লাখ ৬১ হাজার ৯৫)
৭. বাইলান্দো-এনরিক ইগলেসিয়াস (২২৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ২২৮)
৮. সুগার-মেরুন ফাইভ (২১৫ কোটি ৩ লাখ ৬৫ হাজার ৬৩৫)
৯. রোর-কেটি পেরি (২১২ কোটি ৯৪ লাখ ৯৭৩)
১০. ব্ল্যাঙ্ক স্পেস-টেলর সুইফট (২১০ কোটি ১৬ লাখ ৭ হাজার ৬৫৭)

সূত্র: বিবিসি

/জেএইচ/এম/

সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি