X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নিজেকে নিজেই অতিক্রম করলেন ইমরান!

বিনোদন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ১৪:৩৩আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৬:০৭

ইমরান। ছবি- সাজ্জাদ হোসেন সংগীতশিল্পী ইমরানের ক্যারিয়ারের প্রথম কোটি ভিউয়ের গান ‘বলতে বলতে চলতে চলতে’। বেশ দ্রুত গতিতে এগিয়ে যাওয়া এ গানটি কদিন আগেও শীর্ষ স্থানে ছিল। এখন এটি দ্বিতীয় স্থানে নেমে এসেছে। তবে এর গায়ক দ্বিতীয় স্থানে আসেননি। তিনি এখনও ইউটিউব ভিউয়ে ১ নম্বরেই আছেন। কারণ তার গাওয়া ‘দিল দিল দিল’ এখন শীর্ষ স্থানটি দখল করেছে।
গানটি ইতোমধ্যে ১ কোটি ৭৩ লাখবার দর্শকরা দেখেছেন। অপর দিকে ‘বলতে বলতে চলতে চলতে’ গানটির ভিউ ১ কোটি ৬৯ লাখ।
 বলতে বলতে চলতে চলতে:

আর একারণেই বেশ উচ্ছ্বসিত ইমরান। তার কথাতেও পাওয়া গেল তার রেশ। বললেন, ‘‘এটা সত্যিই অন্যরকম অনুভূতি। শীর্ষ গানটি টপকে আমার অপর গানই একই স্থানে এলো- এটা খুব ভালোলাগার বিষয়। ‘দিল দিল দিল’ এ গানটি আসলে সবার সম্মিলিত প্রয়াস। খুব ভালো টিম ওয়ার্ক ছিল।’’

এটি শামিম আহমেদ রনী পরিচালিত ‘বসগিরি’ ছবির গান। গেল কোরবানির ঈদে মুক্তি পেয়েছে এটি। আর এতে জুটি বেঁধেছেন ঢালিপাড়ার প্রধান মুখ শাকিব খান ও নবাগতা বুবলী।
গেল বছর ৪ সেপ্টেম্বর অন্তর্জালে মুক্ত হয় পরীক্ষিত সংগীত পরিচালক শওকত আলী ইমনের এই গানটি। কবির বকুলের কথায় যাতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় শিল্পী ইমরান; সহশিল্পী কণা।
‘দিল দিল দিল’ গান:
 
শওকত আলী ইমন বলেন, ‘‘আমি আসলে ‘ভিউ জেনারেশনের’ মানুষ নই। বরাবরই চেষ্টা করি, সিনেমার গল্প ধরে ভালো গান তৈরি করতে। তবে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। তাই সেটাকেও মূল্যায়ন করতে হয়। ভাবতে ভালো লাগছে, সিনেমার প্রথম কোটি ভিউ পেরুনো গানটির সংগীত পরিচালক আমি। আমার ক্যারিয়ারে এটাও একটা অ্যাওয়ার্ডের মতো। ধন্যবাদ জানাই গানটি সংশ্লিষ্ট সবাইকে।’

ধারণা করা হচ্ছে, সময়ের সফল সুরকার-গীতিকার-শিল্পী-নায়কের সম্মিলনের কারণেই ‘দিল দিল দিল’ গানটিকে এভাবে লুফে নিয়েছে অন্তর্জালের দর্শকরা।
/এম/

সম্পর্কিত
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
বিনোদন বিভাগের সর্বশেষ
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল