X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভিডিওতে লিংকনের ‌‌‘এই বৃষ্টি ভেজা রাতে’

বিনোদন রিপোর্ট
১০ আগস্ট ২০১৭, ১৮:০৭আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৮:২০

বামে লিংকন, ডানে জোভান ও স্পর্শিয়া ‘এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে, সময় আমার কাটে না’- তরুণ প্রজন্মের মুখে মুখে ফেরা এই গানটি ব্যান্ডদল আর্টসেলের অন্যতম মুখ লিংকনের। নিজের কথা-সুর-সংগীতে বাঁধা অনবদ্য এই বৃষ্টির গানটি এবার হাজির হলো নবরূপে।
জনপ্রিয় নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ তৈরি করলেন এর অনবদ্য ভিডিও। পুরনো জনপ্রিয় গানটিতে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে মডেল জোভান ও স্পর্শিয়ার অভিনয়। ভিডিওতে পাওয়া যাচ্ছে গানটির জনক লিংকনকেও। ৯ আগস্ট কাইনেটিক মিউজিক এর ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ পায়। যা ১৬ ঘণ্টার মাথায় অতিক্রম করে ৭৮ হাজার ভিউ।
লিংকন জানান, ভিডিও নির্মাণের লক্ষ্যে পুরনো গানটিকে বাঁধা হয়েছে নতুন কণ্ঠ-সংগীতায়োজনে। 
গানটির ভিডিও প্রকাশ প্রসঙ্গে নির্মাতা বান্নাহ বলেন, ‘অনেক আবেগের গল্প লুকিয়ে আছে এ গানে। স্কুল জীবনে প্রথম এ গানটি শোনা। তারপর যে কত হাজারবার শুনেছি তা অনুমান করাও বিশাল কষ্টসাধ্য বিষয়। ছোটবেলায় কি একবারও ভেবেছিলাম এই গানটির সঙ্গে নিজেও এভাবে জড়িয়ে যাবো? না ভাবিনি। কিন্তু সৃষ্টিকর্তার কী লীলাখেলা। সেই ঐতিহাসিক গানটির মিউজিক ভিডিও যে আমার হাতেই তৈরি হবে তা কে জানত! ধন্যবাদ সৃষ্টিকর্তা।’
আরও বলেন, ‘ভিডিওটি যেমন নতুন তেমন গানটিও নতুন করে করা। এই ধরনের গানের ভিডিও করা খুব সাহসের বিষয়। কেননা গানটা শুনে হাজারো মানুষ হাজারো কল্পনা করে রেখেছেন। এটাই স্বাভাবিক। শুধু এটুকু বলবো, সততার কমতি ছিল না কাজটায়।’
এই বৃষ্টি ভেজা রাতে:

/এমএম/

সম্পর্কিত
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
বিনোদন বিভাগের সর্বশেষ
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!