X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

শুরু হলো ‘নেক্সট টিউবার’, বিচারক পাঁচ তরুণ

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২২

(বাঁ থেকে) তামিম মৃধা, আসিফ বিন আজাদ, সৌভিক আহমেদ, রাবা খান ও সালমান মুক্তাদির (ছবি: জনি হক) প্রতিযোগিতা অনেক হয়েছে, কিন্তু ভিডিও কনটেন্ট ভিত্তিক প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো অভিনব উদ্যোগ। এই প্রতিযোগিতার নাম রাখা হয়েছে ‘নেক্সট টিউবার’। ডিজিটাল ভিত্তিক অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলালিংক। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়।

এই রিয়েলিটি শোতে পাঁচ বিচারক হিসেবে থাকছেন সালমান মুক্তাদির, আসিফ বিন আজাদ, তামিম মৃধা, সৌভিক আহমেদ ও রাবা খান। তারা সবাই বাংলাদেশের ইউটিউব তারকা। প্রতিযোগিতার থিম সং ‘নতুন আকাশের নতুন তারা, এখন তোমার দিন/এগিয়ে যাও আজ তোমরা, সাথে আছে বাংলালিংক’। এখানে অতিথিদের মধ্যে নিজেদের অনুভূতি জানান কণ্ঠশিল্পী এলিটা করিম ও নির্মাতা আদনান আল রাজীব। 

আগামী দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ৪০ হাজার সাবস্ক্রাইব আছে এমন যে কোনও বয়সের প্রতিযোগীকে ইউটিউবে একটি ভিডিও (পাঁচ মিনিটের মধ্যে) আপলোড করে সেটির ইউআরএল এন্ট্রি হিসেবে https://www.banglalink.net/en/next-tuber সাইটে সাবমিট করতে হবে। জমা পড়া ভিডিওগুলো থেকে প্রাথমিকভাবে বাছাই করা হবে ২০টি। সেখান থেকে টিকবে ১০টি।

তারপর সেরা ১০ ভিডিও নির্মাতাকে প্রশিক্ষণ দিতে থাকবে দিনব্যাপী কর্মশালা। এরপর নির্দিষ্ট বিষয়ে ভিডিও বানিয়ে বিচারকদের সামনে উপস্থাপন করতে হবে তাদের। তারপর বেছে নেওয়া হবে ৮টি ভিডিও। সেখান থেকে নির্বাচিত হবে ৬টি। তারপর গালা রাউন্ডে যাবে ৪টি ভিডিও। সেগুলো থেকে বিচারক ও দর্শকদের ভোটে তিন জন নির্মাতা হবেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয়। অনুষ্ঠানটি প্রচার হবে এনটিভিতে।

‘নেক্সট টিউবার’ বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন দেড় লাখ টাকা। একইসঙ্গে থাকছে সিঙ্গাপুরে গুগলের সদর দফতরে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। এক বছরের জন্য তিনিই হবেন বাংলালিংকের ডিজিটাল অ্যাম্বাসেডর। প্রথম রানারআপ ১ লাখ টাকা ও দ্বিতীয় রানারআপকে দেওয়া হবে ৭৫ হাজার টাকা। এছাড়া তিনজনই পাবেন বাংলালিংকের ডিজিটাল সার্ভিসের জন্য বিশেষ কনটেন্ট তৈরির সুযোগ।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার লক্ষ্য— ভালো মানের ভিডিও কন্টেন্ট নির্বাচনের পাশাপাশি অনলাইনে উপস্থিতি বৃদ্ধিতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা। এর অংশ হিসেবে বেছে নেওয়া হবে প্রতিভাবান ভিডিও কন্টেন্ট নির্মাতাদের। নতুন প্রজন্মের এই ভিডিও কন্টেন্ট নির্মাতারা প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ হয়ে ওঠার পাশাপাশি নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবেন।

 

/জেএইচ/
সম্পর্কিত
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
বিনোদন বিভাগের সর্বশেষ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী