X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকে নিষিদ্ধ মার্কিন র‌্যাপার

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ১৫:৩০আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৫:৫০

লিল বি মার্কিন র‍্যাপ তারকা লিল বি’কে একমাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, সোশ্যাল মিডিয়াতে প্রায়ই বিতর্কিত মতামত প্রকাশ করে আসছিলেন তিনি।

শুক্রবার (১৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ‘হেইট স্পিচ’ বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ব্যাপারে ফেসবুকের যে নীতি আছে, তা অনুসরণ করেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে এর বিরুদ্ধে ইতোমধ্যেই তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন র‍্যাপার লিল বি। তার ভক্তরাও টুইটারে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছেন।

এদিকে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়,  তিনি এমন অনেক কিছু পোস্ট করেছিলেন যা তাদের হেইট স্পিচ সংক্রান্ত নীতিমালার পরিষ্কার লঙ্ঘন।

বিতর্কিত এই পোস্টগুলি ছিল মার্কিন শ্বেতাঙ্গ ও বন্দুকজনিত সহিংসতা নিয়ে। রাজনৈতিক সংবাদ পরিবেশনকারী ওয়েবসাইট ‘দ্য হিল’ এই নিষিদ্ধ পোস্টগুলির মধ্যে দুটি পোস্ট প্রকাশ করেছে।

‘শ্বেতাঙ্গরাই একমাত্র নিজেদের বন্দুককে খুব ভালবাসে- ফলে বোঝাই যায় কারা সহিংস মানুষ। আমি ভয়ে ভয়ে থাকি না- তাই আমার বন্দুকও লাগে না’- লিল বি।

দ্বিতীয় পোস্টটি ছিল এমন, `শ্বেতাঙ্গরা এত ভীতু বলেই বন্দুক নিয়ে এত সমস্যা। ওরা যদি বন্দুক নামিয়ে রাখত তাহলে আমরা সবাই নিশ্চিন্ত হতাম। কিন্তু না, ওরা সহিংস’- লিল বি।

এর আগে ২০১৪ সালেও র‍্যাপার লিল বি-কে অনুরূপ নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছিল।

লিল বি’র গান:

সূত্র: বিবিসি

/এমএইচ/এমএম/
সম্পর্কিত
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
বিনোদন বিভাগের সর্বশেষ
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!