X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আইফ্লিক্সে দেখা যাচ্ছে ‘ডুব’

বিনোদন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৭, ২০:৩০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২১:১৮

ডুব-এর পোস্টার ইরফান খান অভিনীত ‘ডুব’ চলচ্চিত্রটি এবার দেখা যাচ্ছে অন্তর্জালের ভিডিও শেয়ারিং মাধ্যম আইফ্লিক্স-এ। আজ (১৯ ডিসেম্বর) থেকে এই অ্যাপস-এর গ্রাহকরা সরাসরি বা ডাউনলোড করে দেখতে পাবেন ছবিটি।
মোস্তফা সরয়ার ফারুকীর চিত্রনাট্য ও পরিচালনায় ‘ডুব’ ছবিটি গত অক্টোবরে বাংলাদেশ ও ভারতে মুক্তি পায়। ছবিটি বাংলাদেশের নন্দিত নির্মাতা-সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের একটি বিতর্কিত অংশের ছায়া নিয়ে নির্মিত হয়েছে- এমন অভিযোগে অনেক দর্শক-সমালোচকদের তোপের মুখে পড়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে প্রেক্ষাগৃহ থেকে অন্তর্জালে ‘ডুব’ ছবিটি মুক্তি পাওয়া প্রসঙ্গে আইফ্লিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম বলেন, ‘‘আইফ্লিক্সে ‘ডুব’ যুক্ত হওয়াটা একটা অসাধারণ মাইলফলক। এর মাধ্যমে স্থানীয় বিনোদনকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার যে প্রতিশ্রুতি ছিল আমাদের তা কার্যকর শুরু হলো। এখন দুনিয়াজুড়ে আইফ্লিক্সের গ্রাহকরা বাংলাদেশের বিনোদন সম্পর্কে আরও জানবে।’’
আইফ্লিক্স কর্তৃপক্ষ জানায়, রবি আজিয়াটা লিমিটেড এবং আইফ্লিক্সের এ সহযোগিতার মাধ্যমে রবি এবং এয়ারটেলের গ্রাহকরা আইফ্লিক্সে প্রথম তিন মাস সীমাহীন প্রবেশের সুযোগ পাচ্ছেন। এখান থেকে মাত্র ৯০০ টাকা মূল্যে ‘ডুব’ দেখা যাবে ৫টি ডিভাইসে।
‘ডুব’-এ লেখক জাভেদ হাসানের চরিত্রে ইরফান খান, সাবেরি চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, নিতু চরিত্রে পার্ণো মিত্র এবং মায়া চরিত্রে রোকেয়া প্রাচী অভিনয় করেছেন। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ যৌথভাবে ছবিটি প্রযোজনা করেন। এর সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান।

/এমএম/
সম্পর্কিত
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি