X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শুভ জন্মদিন ফরিদুর রেজা সাগর

বিনোদন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০১

ফরিদুর রেজা সাগরএকুশে পদকপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ (২২ ফেব্রুয়ারি)। ১৯৫৫ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন।
তার মা রাবেয়া খাতুন বিশিষ্ট কথাসাহিত্যিক। বাবা ফজলুল হক দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক ও ‘সিনেমা’ পত্রিকার সম্পাদক ছিলেন। বাবার পরিচালনায় ‘প্রেসিডেন্ট’ ছবির নামভূমিকায় অভিনয় করেন ফরিদুর রেজা সাগর।
বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে বর্তমানে তিনি চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক।
লেখালেখিতেও সিদ্ধ হস্ত তিনি। ছোটদের জন্য লেখেন, বড়দের জন্যও। উপন্যাস, গল্প, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনিসহ সাহিত্যের অন্যান্য শাখায় তার বই বের হয়েছে প্রায় দেড় শতকেরও বেশি।
শিশু সাহিত্যে অবদানের জন্য তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণ পদক, টেনাশিনাস পদক ও ইউরো শিশু সাহিত্য পুরস্কার। চলচ্চিত্র প্রযোজনার জন্য ছয়বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিদেশের নানা সম্মাননা। শ্রেষ্ঠ টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা, নির্মাণ ও পরিচালনার জন্য বাচসাসসহ বিভিন্ন সংগঠন তাকে পুরস্কারে ভূষিত করেছে।
টিভি অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি তার লেখায় নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও নাটক। তার ‘ছোটকাকু’ সিরিজের নাটকগুলো বেশ দর্শক নন্দিত হয়েছে। বাংলাদেশের টেলিভিশন ব্যবস্থা নিয়ে তথ্যভিত্তিক স্মৃতিকথামূলক গ্রন্থ ‘একজীবনে টেলিভিশন’, ‘আরেক জীবনে টেলিভিশন’ এবং সর্বশেষ প্রকাশিত ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ বইগুলো ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তার লেখা ‘এক জীবনে টেলিভিশন’ বইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত এবং গল্প ‘অমি ও আইসক্রিমঅলা’ ৬ষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত রয়েছে।
ফরিদুর রেজা সাগর বাংলা একাডেমির একজন ফেলো, মুক্তিযুদ্ধ যাদুঘরের স্থাপনা সদস্য ও ছায়ানটের কার্যকরী সদস্য।
তার জন্মদিনে বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ