X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ফেসবুকে নির্মাতাদের চ্যালেঞ্জ, সময় এক মাস!

বিনোদন রিপোর্ট
২৭ মার্চ ২০১৮, ১১:৩৩আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৫:২৭

বাঁ ও উপর থেকে- মুন্না, মনিকা, ওয়াহিদ, মানিক, মাসুদ, জসিম এই তো কিছুদিন আগে, বিশ্বজুড়ে ‘আইস ব্যাকেট চ্যালেঞ্জ’ শুরু হয়েছিল। শীতের মধ্যে গায়ে বরফ-জল ঢালার প্রতিযোগিতা। খেলার ছলে সে আয়োজন বাংলাদেশেও এসেছিল। তবে একটু ভিন্ন আঙ্গিকে। 

দরিদ্র মানুষের হাতে চাল তুলে দেওয়ার সে আয়োজন ‘রাইস বাকেট চ্যালেঞ্জ’- এ অংশ নিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ অনেক তারকা।
এবার নতুন একটি চ্যালেঞ্জ ফেসবুকে দেওয়া হয়েছে। নারীদের পক্ষে দাঁড়াতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ। এর সময়টা ১ মাস। শুরুটা করেছেন পরিচালক আফজাল হোসেন মুন্না। তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন ছয়জন নির্মাতাকে। তারা যদি চ্যালেঞ্জ গ্রহণ করেন, তাহলে কাজ শেষ করে তারাও ৩ জনকে এটি করার আহ্বান জানাবেন।

মুন্না বলেন, ‘প্রতিটা দিন ধর্ষণ আর নারী নির্যাতনের খবর। এ থেকে মুক্তির উপায় মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এটি করতেই স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণের চ্যালেঞ্জ দিয়েছি। এতে নির্মাতারা জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন, পাশাপাশি দৃষ্টিভঙ্গির পরিবর্তন সম্ভব বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী এমন চ্যালেঞ্জ স্বীকৃত। আমি যাদের চ্যালেঞ্জ জানিয়েছি, তাদের মধ্যে অনেকেই হয়তো নির্মাণ করবেন। এর বাইরেও কয়েকজন নির্মাতা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। যদিও তিনজনকে চ্যালেঞ্জ জানানোর নিয়ম। আমি প্রাথমিকভাবে ৬ জনকে চ্যালেঞ্জটি জানিয়েছি।’
মুন্না চ্যালেঞ্জ জানিয়েছেন নোমান রবিন, প্রসূন রহমান, আয়শা মনিকা, খিজির হায়াত খান, বুলবুল বিশ্বাস ও প্রবাসী ওয়াহিদ ইবনে রেজাকে। এছাড়াও এ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক, প্রবাসী পরিচালক মাসুদ আখন্দ ও জসিম আহমেদ।
চ্যালেঞ্জের কমেন্ট বক্সে মাসুদ আখন্দ জানান, তিনি দেশে ফিরেই কাজ শুরু করবেন।
মোস্তাফিজুর রহমান মানিক ও জসিম আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, এমন উদ্যোগ খুবই ভালো। তারা শিগগিরই কাজ শুরু করতে যাচ্ছেন।

চ্যালেঞ্জ গ্রহণ করা নির্মাতারা আগামী ১ মাসের মধ্যে এই স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করবেন। এরপর নতুন কাউকে চ্যালেঞ্জ দেবেন।

 

/এমআই/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
বিনোদন বিভাগের সর্বশেষ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী