X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আন্দোলন নিয়ে অনবদ্য এক গান-ভিডিও

বিনোদন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৮, ১৪:৫০আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৬:১৯

সিনা হাসান (বামে), আন্দোলনের চিত্র (ডানে) লেফট রাইট করেছি দশটা বছর/ আর শপথ করেছি প্রতিদিন/ রাখাল গরুর পাল/ নিয়ে ফেরে ঘরে সাঁঝে/ আমি ফিরি পড়ার টেবিল/ এভাবে কি স্বাধীনতা কখনও এসেছিল কোনও দিন/ যতটা স্বাধীন বলে ভাবাও আমি তারচেয়ে বেশি স্বাধীন।
শেষ রাতে (২ আগস্ট) প্রকাশিত ‘লেফট রাইট’ নামের বিশেষ একটি গান-ভিডিওর প্রথম কয়েকটি লাইন এমন। যে গানে দারুণভাবে অল্প ভাষায় উঠে এসেছে চলমান আন্দোলনের প্রতিটি ছাত্রছাত্রীর হৃদয় নিংড়ানো অভিব্যক্তি।  
কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা-সুর তৈরি করেছেন সিনা হাসান। তিনিও বয়সে বেশ তরুণ। জানান, দেশের যেকোনও নিপীড়নবিরোধী আন্দোলনের সঙ্গে বরাবরই ছিল তার একাত্মতা। রয়েছে এবারও। সেই সূত্রে অন্য অনেক গানের মতো এবারের আন্দোলনে সংহতি জানিয়ে তিনি প্রকাশ করেছেন এবারের গান-ভিডিওটি। যে গানটি সদ্য কলেজে পা রাখা আন্দোলনরত শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে বলে তিনি বিশ্বাস করেন।
সিনা হাসান বাংলা ট্রিবিউনকে বললেন, ‘বিশ্বাস না করার মতোই গানটির গল্প। গানটি আমি বেশ আগেই তৈরি করেছি। কিন্তু অফিসিয়ালি প্রকাশ করিনি। এবার কলেজপড়ুয়া শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর খেয়াল করলাম, আমার গানটা বুঝি এই আন্দোলনকে ভেবেই অগ্রিম লেখা! সেই মুগ্ধতা আর দায়বদ্ধতা থেকেই পড়ে থাকা অথচ চলমান আন্দোলনের সঙ্গে শতভাগ প্রাসঙ্গিক গানটিকে ভিডিওতে রূপান্তর করে প্রকাশ করেছি। আমি চেয়েছি গানটির মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নিজেদের আরও স্বাধীন ভাবতে শিখুক।’
গানটি প্রসঙ্গে সিনা আরও বললেন, ‘আমি আগে থেকেই দেশের শিক্ষাব্যবস্থা, প্রচলিত অনিয়ম কিংবা নিপীড়নবিরোধী আন্দোলনের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছি। জুবায়ের নামে আমার এক রুমমেট মারা যাওয়ার পর গানটির কথাগুলো মাথায় আসে। ফরাসি দার্শনিক মিশেল ফুকোর একটা কথা আছে- মানুষ যতটা ভাবে সে তারচেয়েও বেশি স্বাধীন। সেটার ছায়া ধরেই আমি গানটির ব্রিজ লাইন লিখেছি- যতটা স্বাধীন বলে ভাবাও, আমি তারচেয়ে বেশি স্বাধীন। গেল কয়েকদিনে রাজপথে নেমে আমার ভাই-বোন-বন্ধুরা আসলে সেটাই প্রমাণ করলো।’
‘লেফট রাইট’ গানটির সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের পাভেল অরিন। আর আন্দোলনের অসাধারণ কিছু ফুটেজ নিয়ে ভিডিওটি সম্পাদনা করেছেন জুয়েল রানা। গানটি সিনা হাসানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উন্মুক্ত রয়েছে।

প্রসঙ্গত, সিনা হাসানের জনপ্রিয় গান ‘লাস্টবেঞ্চ’, ‘কই যাও’, ‘আমি ছুটে যাই’ প্রভৃতি।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই বছর পর আবার একসঙ্গে...
দুই বছর পর আবার একসঙ্গে...
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি