X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কক্সবাজারের ডন জাহিদ হাসান!

বিনোদন রিপোর্ট
২১ আগস্ট ২০১৮, ১৫:৩৭আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৭:১৪

নাটকের একটি দৃশ্যে জাহিদ হাসান এক জীবনে অসংখ্য নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান। অথচ যখন যে চরিত্রে কাজ করেন, তখন সেই চরিত্রের আসল মানুষ বলেই মনে হয় তাকে। এ কারণেই তিনি অন্যদের চাইতে আলাদা।
তেমনই আলাদা একটি চরিত্র নিয়ে এবারের ঈদে তিনি হাজির হচ্ছেন নাগরিক টিভির পর্দায়। ‘হিরো আকরাম’ নামের সাত পর্বের এই বিশেষ ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন নাম ভূমিকায়। তার বিপরীতে জনপ্রিয় এক চিত্রনায়িকার চরিত্রে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। এটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ।
ধারাবাহিকটির শুটিং অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নির্মাতা জানান, শুটিং হয়েছে কক্সবাজারে। কারণ, জাহিদ হাসান থাকেন সেখানকার ডন! তো শুটিংয়ের সময় খবর আসে তার দুলাভাই মালয়েশিয়াতে হঠাৎ মারা গেছেন। পুরো শুটিং ইউনিট শোকাহত হয়ে পড়ে। শুটিং হবে কি না- সেটা নিয়ে তৈরি হয় সংশয়। তবে জাহিদ হাসান পেশাদার শিল্পী বটে! মৃত্যুর শোক পাশে রেখে তিনি ঠিকই পুরো শুটিং যথাসময়ে শেষ করে দেন।
নাটকটির গল্প প্রসঙ্গে হিমেল আশরাফ বললেন, ‘জাহিদ ভাইয়ের নাম আকরাম। কক্সবাজারের ডন। সেখানে একবার নায়িকা তিশা শুটিং করতে গেছেন। তাকে দেখে আকরাম ডন অভিভূত। সিদ্ধান্ত নেন, যেভাবেই হোক তিনি তিশার নায়ক হবেন! শুরু হয় নতুন নাটকীয়তা।’
নাগরিক কর্তৃপক্ষ জানায়, ‘হিরো আকরাম’ প্রচার হবে ঈদের ৭ দিন রাত ৭টা ৪০ মিনিটে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ