X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শিশুপার্কের দোলনায় রানু-আনিস দম্পতি

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৮

গানের দৃশ্যে দোলনায় দুলছেন অনিমেষ আইচ ও জয়া আহসান


হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাসে মিসির আলির বাইরে অন্যতম দুই চরিত্র রানু ও আনিস দম্পতি। কাগজের পাতা থেকে এবার সেই দম্পতিকে পর্দায় দেখা গেল জয়া আহসান ও অনিমেষ আইচের মাধ্যমে।







কারণ, তারা দুজন রানু ও আনিস চরিত্রে অভিনয় করছেন ‘দেবী’ চলচ্চিত্রে। ১৭ সেপ্টেম্বর এই ছবির ‘দুমুঠো বিকেল’ শিরোনামের গানটি উন্মুক্ত হয় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। অনুপমের কথা-সুরে গাওয়া এই গানটি প্রকাশের পর ‘দেবী’ উপন্যাসের রানু-আনিসের চরিত্র বেশ স্পষ্ট হলো পাঠকদের কাছে। ছড়ালো মুগ্ধতাও।
গানটির কথাগুলো এমন- ক্রমশ এ গল্পে আরও পাতা জুড়ে নিচ্ছি/ দুমুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি/ আরও কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি/ আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি/ এ ছেলেমানুষি তুলি দিয়ে আঁকছি।
ঢাকার হাতিরঝিল ও শিশুপার্কে গানটির শুটিং হয়েছে বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা।
জয়া আহসান বলেন, ‘‘মমতাজ আপার গাওয়া ‘দোয়েল পাখি কন্যারে’ গানটি অভাবনীয় সাড়া ফেলেছে। আমাদের কাছে প্রতিদিন প্রায় শ’খানেক টিকটক ভিডিও পাঠাচ্ছেন গানটির ভক্ত-শ্রোতারা। আশা করছি এ গানটির মতো অনুপমের গানটিও শ্রোতারা পছন্দ করবেন।’’

ছবিটির প্রযোজক-অভিনেত্রী জয়া আরও জানালেন, সবকিছু ঠিক থাকলে আসছে অক্টোবরেই মুক্তি পাবে ‘দেবী’। তবে তারিখটি নির্দিষ্ট হবে সরকারি অনুদান কমিটি এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমোদনের পরপরই।
ছবিটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

দু’মুঠো বিকেল:




/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু